IPL

চেন্নাই সুপার কিংসের হৃদ স্পন্দন কে? জানিয়ে দিলেন স্টিফেন ফ্লেমিং

‘হলুদ আর্মি’ মাঠে নামলে সবার চোখ ওই ৭ নম্বর জার্সির দিকে যাবেই। দলের প্রশিক্ষক স্টিফেন ফ্লেমিংও তাই ‘ক্যাপ্টেন কুল’কে নিয়ে একই রকম রোমাঞ্চিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৭:২৫
Share:

ধোনিকে নিয়ে একই রকম রোমাঞ্চিত স্টিফেন ফ্লেমিং ফাইল চিত্র

স্পট ফিক্সিংয়ের জন্য দুই বছর নির্বাসিত থাকা বাদ দিলে বাকি ১১ বছর ধরে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসের সম্পর্ক অটুট। ওঁরা যেন একে অপরের পরিপূরক। ‘হলুদ আর্মি’ মাঠে নামলে সবার চোখ ওই ৭ নম্বর জার্সির দিকে যাবেই। দলের প্রশিক্ষক স্টিফেন ফ্লেমিংও তাই ‘ক্যাপ্টেন কুল’কে নিয়ে একই রকম রোমাঞ্চিত। তাই তো তিনি অকপটে স্বীকার করলেন যে ধোনি হলেন সিএসকে-র হৃদ স্পন্দন।

Advertisement

দেখতে দেখতে চেন্নাইয়ের হয়ে ২০০ ম্যাচ খেলে ফেললেন ধোনি। সেই ম্যাচ জিতে মাঠ ছাড়ার পর উৎসবের আকার নেয় দলের টিম হোটেল। সেখানে ফ্লেমিং দলের অধিনায়ক সম্পর্কে বলেন, “ধোনি হল সিএসকের হৃদ স্পন্দন। এই বিষয়ে কোনও দ্বিমত নেই। মাঠে নেমে নিজেকে মেলে ধরা, শুধু নিজের দল নয় বিপক্ষের জুনিয়রদের পরামর্শ দেওয়া, কঠিন সময় আগের মতোই মাথা ঠাণ্ডা রাখা, ধোনি ওর পুরনো অভ্যাসগুলো এখনও বজায় রেখেছে। তাই ওকে নিয়ে কথা বলা শেষ হবে না। ধোনি সবার কাছে উদাহরণ।”

২০০ ম্যাচ খেলে ফেললেও এ বার ব্যাটসম্যান ধোনির ঝলক এখনও দেখা যায়নি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খালি হাতে ফিরে যান। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর ক্রিজে যাওয়ার প্রয়োজন হয়নি। তাই এ বারও ব্যাটসম্যান ধোনি ও তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে চর্চা চলছে। যদিও ফ্লেমিং বলেন, “নিয়মানুবর্তিতা ও ক্রিকেটের প্রতি ভালবাসার জন্যই ধোনি আইপিএলে ২০০ ম্যাচ খেলতে পারল। আইপিলের কোনও দলের হয়ে ২০০ ম্যাচ খেলা কিন্তু মুখের কথা নয়। দুই তরফের মধ্যে ভালবাসা, অগাধ ভরসা ও বিশ্বাস এবং পেশাদারি মনোভাব থাকলেই এটা সম্ভব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement