IPL 2021

আইপিএলের আগে ধোনিদের শিবিরে হাজির ‘নতুন মালিঙ্গা’, গতিতে মুগ্ধ নেটদুনিয়া

আগামী আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ২১:০৭
Share:

বুধবার অনুশীলনে ধোনি। ছবি টুইটার

বাকি সব দলের থেকে আগে আগামী আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ছাড়াও অম্বাতি রায়ডু এবং রুতুরাজ গায়কোয়াড় শিবিরে যোগ দিয়েছেন। সেই দলেই হঠাৎ দেখা গেল চমক।

Advertisement

গত বারের ব্যর্থতার পর এ বার ঘুরে দাঁড়াতে মরিয়া সিএসকে। ফলে দলে একাধিক বদল এনেছে তারা। ছেড়ে দেওয়া হয়েছে অভিজ্ঞ কিছু ক্রিকেটারকে। জোর দেওয়া হয়েছে তারুণ্যে।

একই সঙ্গে শ্রীলঙ্কার দুই তরুণকে নেওয়া হয়েছে নেট বোলার হিসেবে। এঁরা হলেন মাহিষ থিকশানা এবং মাথিষা পাথিরানা। এর মধ্যে পাথিরানাকে ডাকা হচ্ছে ‘নতুন মালিঙ্গা’ নামে। কারণ তাঁর বোলিং ভঙ্গিমা অবিকল লাসিথ মালিঙ্গার মতোই। নেটে ইতিমধ্যে বলও করতে দেখা গিয়েছে পাথিরানাকে। গতির দিক থেকেও তিনি কম যান না।

Advertisement

তবে শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এঁরা দু’জন থাকছেন রিজার্ভ দলেই। মূল দলে নেওয়া হচ্ছে না। ব্যাটসম্যানদের প্রস্তুত করতেই সুযোগ দেওয়া হয়েছে শ্রীলঙ্কার এই দুই তরুণ পেসারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement