cheteswar pujara

ফের আইপিএল, এক বিশেষ কারণে গর্বিত পূজারা

ভারতের টেস্ট দলে নিয়মিত খেলার সুযোগ পেলেও সীমিত ওভারের ক্রিকেটে একেবারেই খেলতে দেখা যায় না পূজারাকে।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ১১:১৪
Share:

চেতেশ্বর পূজারা ছবি টুইটার

দীর্ঘ সাত বছর পর আইপিএলে খেলবেন চেতেশ্বর পূজারা। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস দলের হয়ে। ধোনির নেতৃত্বে আরও একবার খেলার সুযোগ পেয়ে খুশি পূজারা। তিনি বলেন, ‘চেন্নাই সুপার কিংস সমস্ত ক্রিকেটারদের দারুণ সম্মান দেয়। আমি মাহির অধিনায়কত্বে খেলতে পারব এটা ভেবেই ভাল লাগছে। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করি তখন ও আমার অধিনায়ক ছিল।’’

Advertisement

ভারতের টেস্ট দলে নিয়মিত খেলার সুযোগ পেলেও সীমিত ওভারের ক্রিকেটে একেবারেই খেলতে দেখা যায় না পূজারাকে। তবে নিজেকে ধীরে ধীরে টি২০ ক্রিকেটের উপযুক্ত করে গড়ে তুলছেন তিনি। তবে দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করতে না পারার জন্য অবশ্য সুযোগ না পাওয়াকেই কারণ হিসেবে মনে করেন পূজারা। তিনি বলেন, ‘‘আরও সুযোগ পেলে আমি ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারতাম। মনে রাখবেন আমি যে কটা একদিনের ম্যাচ খেলেছি সব কটাই কিন্তু ভারতের বাইরে।’’

টি২০ ক্রিকেটে নিজেকে খুব ভাল ব্যাটসম্যান হিসেবে না দেখলেও দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নিয়েই এ মরসুমে চেন্নাইয়ের হয়ে খেলতে চান পূজারা। তাই নিজের প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ তিনি। পূজারা বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি নিশ্চিত এই ২০ ওভারের ক্রিকেটেও আমি নিজেকে মানিয়ে নিতে পারব। এই দলে আমি অনেককে পেয়েছি যারা আমায় সঠিকভাবে এগিয়ে যেতে সাহায্য করছেন। আমি ক্রিকেট খেলতে ভালবাসি তাই সব ধরনের ক্রিকেটই খেলতে চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement