Chennai Super kings

হ্যাজেলউডের পরিবর্তে আর এক অস্ট্রেলিয়ান জোরে বোলারকে দলে নিল চেন্নাই সুপার কিংস

শুক্রবার আইপিএলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় চেন্নাই সুপার কিংস হ্যাজেলউডের জায়গায় বেহরেনডর্ফকে দলে নিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৭:০০
Share:

জেসন বেহরেনডর্ফ ফাইল চিত্র

জস হ্যাজেলউডের বিকল্প হিসেবে আর এক অস্ট্রেলিয়ান বোলার জেসন বেহরেনডর্ফকে দলে নিল চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তির কথা মাথায় রেখেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন হ্যাজেলউড। এরপরই তাঁর বিকল্প খোঁজার কাজ শুরু করে দেয় চেন্নাই সুপার কিংস। অস্ট্রেলিয়ান ক্রিকেটার বিলি স্ট্যানলেক ও ইংল্যান্ডের ক্রিকেটার রিস টপলিকে প্রস্তাব দিলেও ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তাঁরা আসতে রাজি হননি।

Advertisement

শুক্রবার আইপিএলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় চেন্নাই সুপার কিংস হ্যাজেলউডের জায়গায় বেহরেনডর্ফকে দলে নিয়েছে। তিনি ১১টি একদিনের ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। ৭টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন।

সব মিলিয়ে ৭৯টি টি২০ ম্যাচ খেলেছেন বেহরেনডর্ফ। উইকেট পেয়েছেন ৯০টি। আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে বেহরেনডর্ফের। ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement