ব্রেন্ডন ম্যাকালাম। ছবি আইপিএল
এ বারের আইপিএল নিলামে শাকিব আল হাসানকে কিনেছে কেকেআর। প্রতিযোগিতার প্রথম তিন ম্যাচে তিনিই খেলেছেন। কিন্তু আহামরি ছন্দ দেখাতে পারেননি। উঠছে সুনীল নারাইনকে খেলানোর দাবি। রবিবার আরসিবি-র কাছে হেরে সেই প্রশ্নেরই উত্তর দিলেন ব্রেন্ডন ম্যাকালাম।
কেকেআর কোচ বলেছেন, “সুনীল নারাইনের চোট রয়েছে। ও ১০০ শতাংশ ম্যাচ ফিট নয়। তবে ও নিশ্চিত ভাবেই আমাদের হিসেবের মধ্যে রয়েছে। আরসিবি ম্যাচেই ওর খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা শাকিবকে খেলাই, কারণ ও আমাদের ব্যাটিংয়ে একটু বেশি হলেও সাহায্য করতে পারবে। তিনটে ম্যাচের পর প্রত্যাশিত ফল পাইনি। মুম্বইয়ের অন্য পিচে দলে নতুন ক্রিকেটারদের দেখতে পাওয়া যাবে।”
গত মরসুমে নারাইন মাত্র ১০টি ম্যাচ খেলেছিলেন। ১২০ রানের পাশাপাশি নিয়েছিলেন ৫টি উইকেট। তাঁকে উপরে পাঠিয়ে ফাটকা খেলানোর সিদ্ধান্ত গত বারের মোটেই খাটেনি। প্রতিটা ম্যাচেই নারাইন ব্যর্থ হয়েছিলেন। অপরদিকে, চলতি আইপিএলে শাকিবের খেলাও নজর কাড়েনি। ৩টি ম্যাচ খেলে ৩৮ রান করেছেন। বল হাতে মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি।