ভারতের জৈব সুরক্ষা বলয় নিয়ে খুশি নন জাম্পা। ছবি: বিসিসিআই
আইপিএল থেকে মাঝপথেই বিদায় নিয়েছেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার ৩ ক্রিকেটারের মধ্যে তিনি একজন ক্রিকেটার যিনি মাঝপথেই আইপিএল থেকে বেরিয়ে যান। আইপিএল-এর জৈব সুরক্ষা বলয় দুর্বল বলেই মত তাঁর।
জাম্পা বলেন, “ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দলে সুযোগ পাচ্ছিলাম না আমি। শুধু অনুশীলন করছিলাম। বিমান বাতিল হয়ে যাচ্ছিল। জৈব সুরক্ষা বলয়ের চাপ ছিল। আমার মনে হল এটাই সেরা সময় নিজেকে সরিয়ে নেওয়ার।”
ভারতের জৈব সুরক্ষা বলয় নিয়ে খুশি নন জাম্পা। তিনি বলেন, “বেশ কিছু সুরক্ষা বলয়ে থেকেছি তবে এ বারেরটাই সব চেয়ে দুর্বল। ভারতে আসার আগে আমাদের স্বচ্ছতার বিষয় মাথায় রাখতে বলা হয়। এ বার অতিরিক্ত সচেতন থাকতে হচ্ছিল। সংযুক্ত আরব আমিরশাহিতে অনেক সুরক্ষিত ছিলাম আমরা। আমার মতে এ বারেও ওখানে হলেই ভাল হতো। তবে রাজনৈতিক ব্যাপারও থাকে। টি২০ বিশ্বকাপও হবে এখানে। ক্রিকেট বিশ্বে পরবর্তী আলোচনার বিষয় হয়ে উঠবে ওটাই। ৬ মাস দেরি আছে যদিও।”
জাম্পার মতে যাঁর পরিবারের লোক মৃত্যুশয্যায়, তিনি ক্রিকেট নিয়ে মাথা ঘামাবেন না। অস্ট্রেলিয়ার স্পিনার বলেন, “অনেকে বলছে ক্রিকেট মানুষকে আনন্দ দেবে। যার বাড়ির লোক মৃত্যুশয্যায়, সে ক্রিকেট নিয়ে ভাববেই না।”