আবেশ খানের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি। টুইটার
আইপিএল-এ সবার নজর কেড়েছেন আবেশ খান। ১৫টি ম্যাচে ২৩টি উইকেট নিয়ে হর্ষল পটেলের ঠিক পরেই রয়েছেন তিনি। তার থেকেও বড় কথা, এই আইপিএল-এ মহেন্দ্র সিংহ ধোনিকে দু’বার আউট করেছেন। কী ভাবে ধোনিকে ফিরিয়েছিলেন, জানালেন আবেশ। তাতে বোঝা যাচ্ছে পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছে। আর এর পিছনে মূল মাথা ছিলেন ঋষভ পন্থ।
মুম্বইতে প্রথম পর্বের ম্যাচে ধোনি মাত্র দুই বল উইকেটে ছিলেন। কোনও রান করতে পারেননি। আবেশ জানিয়েছেন, ‘‘মাহি ভাই যখন ব্যাট করতে নেমেছিল, ঋষভ আমাকে বলেছিল মিড-অন এবং মিড-অফকে ভিতরে নিয়ে আসতে। আমাকে বলেছিল, এতে যদি মাথার উপর দিয়ে বাউন্ডারি মারে তো মারুক। কিন্তু কোনও ভাবেই যেন ফুল লেংথে বল না করি। আমার স্বাভাবিক লেংথে বল করতে বলেছিল।’’
ঋষভের এই পরিকল্পনা শুরুতে একেবারেই পছন্দ ছিল না আবেশের। বলেন, ‘‘প্রথমে রাজি ছিলাম না। পাঁচজন ফিল্ডারকে বৃত্তের ভিতরে আনতে বারণ করেছিলাম। কিন্তু ও আমার কথা শোনেনি। ওর কথা মতোই দ্বিতীয় বলটা করেছিলাম। মিড-অফ, মি়ড-অন বৃত্তের ভিতরে রয়েছে দেখে মাহি ভাই তুলে মারতে গিয়েছিল। বল ওর ব্যাটে লেগে উইকেটে লাগে। আসলে দীর্ঘ দিন পরে নেমেছিল মাহি ভাই। ঋষভ তার পুরো সুযোগ নিয়েছিল।’’
আমিরশাহিতে দ্বিতীয় পর্বের ম্যাচেও আবেশের বলে আউট হয়েছিলেন ধোনি। আবেশ বলেন, ‘‘সে বারও ঋষভের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। ও হার্ড লেংথে বল করতে বলেছিল। ওর মনে হয়েছিল, ওই জায়গায় বল ফেললে মারা কঠিন। সেটাই করেছিলাম। বল ওর ব্যাটের নিচের দিকে লেগে ঋষভের হাতে জমা পড়েছিল।’’