Virat Kohli

IPL 2021: কোহলীর সঙ্গে ব্র্যাডম্যান, সচিনের তুলনা করলেন হতাশ গাওস্কর

বিরাট আইপিএল ট্রফি জিততে না পারলেও আরসিবি-র হয়ে ওঁর অবদান কম নয়, মনে করেন গাওস্কর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৭:০৫
Share:

বিরাট কোহলী টুইটার

সকলেই সফল ভাবে নিজের কাজটা শেষ করতে চায়। কিন্তু বিরাট কোহলীর ক্ষেত্রে তা হল না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে হেরে গিয়েছেন বিরাট। সেই কারণেই হতাশ সুনীল গাওস্কর। তবে অধিনায়ক হিসেবে দারুণ কাজ করেছেন বিরাট, এমনটাই মনে করেন গাওস্কর

Advertisement

বিরাটের সঙ্গে ডন ব্র্যাডম্যান ও সচিন তেন্ডুলকরের তুলনা করছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘নিজের গড় ১০০ করতে শেষ ইনিংসে ব্র্যাডম্যানের দরকার ছিল মাত্র চার রান। তবে শূন্য রানেই আউট হন তিনি। শেষ টেস্টে শতরান করতে চেয়েছিল সচিনও। সেও আউট হয় ৭৯ রানে। চিত্রনাট্য এ ভাবেই লেখা হয়। সকলের সৌভাগ্য হয় না।’’

বিরাট আইপিএল ট্রফি জিততে না পারলেও আরসিবি-র হয়ে ওঁর অবদান কম নয়, মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘আরসিবি-র হয়ে ও যা করেছে তা অসাধারণ। এক মরসুমে ৯৭৩ রান করেছে বিরাট। আর মাত্র ২৭ রান করতে পারলে সেই মরসুমে ১০০০ রান হয়ে যেত। আরসিবি-কে ‘ব্র্যান্ড আরসিবি’ করে তুলেছে ও। খুব বেশি ক্রিকেটার এমনটা করতে পারেনি। ট্রফি না জিতলেও বেঙ্গালুরুর হয়ে ও যত দিন খেলবে, ততদিন নিজের সেরাটা দেবে।’’

Advertisement

ভারতের প্রাক্তন ওপেনার মনে করেন বেঙ্গালুরুর দলের হয়ে বিরাটের অবদান অস্বীকার করা যাবে না। গাওস্কর বলেন, ‘‘সকলেই শেষ ম্যাচটা জিততে চায়। তবে সব সময় আমরা যা চাই বা আমাদের সমর্থকরা যা চায় সেটা হয় না। এটা সত্যি খুব হতাশার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement