আন্দ্রে রাসেল ফাইল চিত্র
দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমে ইয়র্কার বলে এবি ডিভিলিয়ার্সকে শুরুতেই বোল্ড করেন আন্দ্রে রাসেল। আইপিএল-এর প্রথম পর্বে ডিভিলিয়ার্সের ৩৪ বলে ৭৬ রানের ইনিংসই হারিয়ে দিয়েছিল কেকেআর-কে। তাই ‘চালাক’ ডিভিলিয়ার্সকে আটকাতে আলাদা করে পরিকল্পনা করেছিলেন রাসেল। তাঁকে আউট করতে পেরে তৃপ্ত ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার।
রাসেলের দাবি, প্রথম বলেই যে তিনি ইয়র্কার করবেন, তা ভাবতেই পারেননি ডিভিলিয়ার্স। সেই কারণেই বোল্ড হন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। রাসেল বলেন, ‘‘আগে আমি লেংথ বল করছিলাম। আমি জানি ডিভিলিয়ার্স চালাক ব্যাটসম্যান। সেই কারণেই ওকে বোকা বানাতে ইয়র্কার করেছিলাম।’’
প্রথম পর্বের ম্যাচে ডিভিলিয়ার্স দারুণ ব্যাট করায় তাঁকে দ্রুত ফেরাতে চেয়েছিলেন রাসেল। তিনি বলেন, ‘‘চেন্নাইয়ে ও দারুণ ব্যাট করে আমাদের হারিয়ে দিয়েছিল। সেই কারণে আমি ওকে দ্রুত ফেরাতে চেয়েছিলাম। তাই পরিকল্পনা করেই ইয়র্কার করি।’’
লক্ষ্য আরও উইকেট নেওয়া। তাই ডিভিসিয়ার্সকে ফিরিয়েও খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করেননি বলে জানান রাসেল। মজা করে তিনি বলেন, ‘‘আমি তো এক ম্যাচে ২৪ বলে ২৪ উইকেট নিতে চাই।’’ এরপর তিনি বলেন, ‘‘লক্ষ্য ঠিক রাখতে চাই। সেই কারণে খুব উচ্ছ্বাস প্রকাশ করিনি। এখনও কাজ শেষ হয়নি। পরের ম্যাচেও ভাল খেলতে চাই।’’