অজয় জাডেজা। ফাইল ছবি
গত বছর অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থতার পর আইপিএল-এ পুরনো ছন্দে দেখা গিয়েছে পৃথ্বী শ-কে। তার আগে বিজয় হজারে ট্রফিতেও অনবদ্য খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার। এসব দেখেই অজয় জাডেজার মনে হচ্ছে, পৃথ্বীর ব্যাট থেকে ভাইরাস চলে গিয়েছে।
আইপিএল বন্ধ হওয়ার আগে ৮ ম্যাচে ৩০৮ রান করেছিলেন পৃথ্বী। সে সম্পর্কে জাডেজা বলেছেন, “কম্পিউটারে যে রকম ভাইরাস থাকে, সে রকম ওর ব্যাটিংয়েও একটা ভাইরাস ছিল। সেটা চলে গিয়েছে। গত বছর ওই ভাইরাস ওর মন বা টেকনিক, কিছু একটার উপরে চেপে বসেছিল। সেটা পেরিয়ে এসেছে। প্রথম বছর অনেক ক্রিকেটারের কাছেই সহজ যেতে পারে। কিন্তু আসল পরীক্ষা থাকে দ্বিতীয় বছরে। সেটা যদি পেরিয়ে যেতে পারে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না।”
গত মরসুমের আইপিএল-এ দুটি অর্ধশতরান দিয়ে শুরু করলেও যত সময় গিয়েছে তত ছন্দ হারিয়েছে পৃথ্বী। এ বার ব্যাটিংয়ের কৌশল বদলে দিতেই সাফল্য পেয়েছেন।