IPL 2021

‘লগান’ ধোনির জন্য ‘চলে চলো’, ‘রঙ্গিলা’ রায়নার জন্য ‘মাংতা হ্যায় কিয়া’ এ আর রহমানের

ক্রিকেট খেললেও গানের প্রতি ধোনির ভালবাসা রয়েছে। যদিও প্রকাশ্যে কেউ তাঁকে কোনও দিন গাইতে শোনেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ২০:২৫
Share:

ধোনি, রায়নাকে গান উৎসর্গ রহমানের। ফাইল ছবি

দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গোটা দলকেই বেঁধেছেন এক সুরে। সেই মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে মুগ্ধ হয়ে তাঁকে গান উৎসর্গ করলেন এ আর রহমান। পাশাপাশি একটি গান উৎসর্গ করেছেন সিএসকে-র আর এক ক্রিকেটার সুরেশ রায়নাকেও।

Advertisement

ধোনির জন্য তাঁর সুর দেওয়া ‘লগান’ সিনেমার ‘চলে চলো’ গানটির কথা উল্লেখ করেছেন রহমান। রায়নার উদ্দেশে তাঁর উৎসর্গ ‘রঙ্গিলা’ সিনেমার ‘মাংতা হ্যায় কিয়া’ গানটি।

এক চ্যানেলের অনুষ্ঠানে এসে রহমান বলেছেন, “চলে চলো গানটি মানুষকে একসঙ্গে ক্রিকেট খেলতে অনুপ্রেরণা জোগায়। তাই ওটাই ধোনির জন্য ঠিক। সুরেশ রায়নার জন্য ‘মাংতা হ্যায় কিয়া’ গানটি একদম যথার্থ। কারণ যখনই আমি ব্যাঙ্গালোরে গিয়েছি, তখনই রঙ্গিলার অনেক গান শুনতে পেয়েছি।”

Advertisement

ক্রিকেট খেললেও গানের প্রতি ধোনির ভালবাসা রয়েছে। যদিও প্রকাশ্যে কেউ তাঁকে কোনও দিন গাইতে শোনেনি। কিন্তু অবসরের ভিডিয়োতে ‘ম্যায় পল দো পল কা শায়ের হু’ গানের নির্বাচন মন কেড়েছিল সমর্থকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement