IPL 2020

বিরাটের মুকুটে নতুন পালক, প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে ন’হাজার রানের মালিক

প্রথম ভারতীয় হিসেবে কোহালির নয়া নজির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ২৩:২৬
Share:

নতুন রেকর্ডের মালিক বিরাট। ছবি: পিটিআই

সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে বিরাটের মুকুটে জুড়ল আরও একটি পালক। আইপিএলে তিনি সব চেয়ে বেশি রানের মালিক আগেই ছিলেন। ১৮২টি ম্যাচে তাঁর সংগ্রহ ৫,৫৪৫ রান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরেশ রায়নার থেকে প্রায় দুশো রান এগিয়ে ব্যাঙ্গালোর ক্যাপ্টেন। এ বার টি ২০ ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেললেন কোহালি। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড রানের মালিক হলেন তিনি।

Advertisement

কোহালির আগে ছয় জন ব্যাটসম্যান ক্রিকেটের এই ফরম্যাটে্ ৯ হাজার রান করেছেন। তাঁরা সকলেই বিদেশি। এই তালিকায় সবার উপরে রয়েছেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেল (১৩,২৯৬ রান)। দ্বিতীয় জন তাঁরই স্বদেশীয় কাইরন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান সদস্যের সংগ্রহ ১০,৩৭০ রান। কোনও ভারতীয় এই তালিকায় ছিলেন না। ভারত অধিনায়ক এদিন এই নজির গড়লেন। বিরাটের পরেই রয়েছেন রোহিত শর্মা।

দিল্লির বিরুদ্ধে নামার আগে ৯ হাজার রান থেকে ১০ রান কম ছিল কোহালির। সোমবার ব্যাঙ্গালোর ক্যাপ্টেন করেন ৩৯ বলে ৪৩ রান। আর এই ইনিংস খেলার পথেই ন'হাজার রান পূর্ণ করে ফেলেন তিনি। যদিও আজ তাঁর দল জেতেনি।

আরও পড়ুন: পন্টিংয়ের পরামর্শেই কি ফিঞ্চকে ‘মাঁকড় আউট’ করলেন না অশ্বিন?

Advertisement

আরও পড়ুন: পাড়িকলের দুরন্ত ক্যাচে ফিরলেন শ্রেয়াস​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement