COVID-Warriors

কোভিডের যোদ্ধাদের বিরাট-শ্রদ্ধা

তিন জন কোভিড যোদ্ধার সঙ্গে কথোপকথনে অংশ নিতেও দেখা যায় কোহালিদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩৮
Share:

কুর্নিশ: কোভিড যোদ্ধাদের সম্মান জানিয়ে জার্সি উদ্বোধন বিরাটের।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটারেরা কোভিড যোদ্ধাদের স্মরণ করবেন তাঁদের জার্সিতে। বৃহস্পতিবার আরসিবি-র ভিডিয়ো প্রেস কনফারেন্সে অধিনায়ক বিরাট কোহালি নতুন জার্সির উদ্বোধন করলেন। ১৮ নম্বর জার্সিতে লেখা ‘মাই কোভিড হিরোজ’ অর্থাৎ, ‘আমার কোভিড যোদ্ধারা’। গোটা টুর্নামেন্টে, প্র্যাক্টিসের সময়ে মাঠে এই জার্সি পরবেন কোহালিরা। সোশ্যাল মিডিয়ায় কোভিড যোদ্ধাদের কাহিনিও তুলে ধরবেন কোহালিরা।

Advertisement

এমন তিন জন কোভিড যোদ্ধার সঙ্গে কথোপকথনে অংশ নিতেও দেখা যায় কোহালিদের। যেমন কানে শুনতে না পেলেও সিমরনজিৎ সিংহ অর্থ সংগ্রহে নেমে গরিব কোভিড আক্রান্তদের সাহায্য করেছেন। অথবা হেতিকা সিংহ। যিনি ‘ফোর-এস শিল্ড’ তৈরি করেছেন। অন্য রাজ্যের শ্রমিকদের যখন দূরে ঠেলে দেওয়া হচ্ছে, জিশান জাভিদ ভাইকে নিয়ে দুধ সরবরাহ করেছেন তাঁদের সন্তানদের। সেই লড়াই সঙ্গী হবে কোহালিদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement