IPL 2020

দলের জয়ই সেরা প্রাপ্তি, বলছেন বুমরা

দিল্লির বিরুদ্ধে বুমরার সব চেয়ে বড় চমক ছিল ফর্মে থাকা শিখর ধওয়নকে দিনের সেরা ইয়র্কারে বোল্ড করে ফিরিয়ে দেওয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৩:১৬
Share:

ছন্দে: চলতি আইপিএলে বুমরা নিয়ে ফেলেছেন ২৭ উইকেট। টুইটার

মুম্বই ইন্ডিয়ান্সকে ফাইনালে তুলে যশপ্রীত বুমরা বলে দিলেন, ‘‘আমি নিজে উইকেট না পেলেও অসুবিধে নেই। দল চ্যাম্পিয়ন হলেই খুশি। আমাকে মুম্বই ইন্ডিয়ান্স বিশেষ কয়েকটা দায়িত্ব দিয়েছে। চেষ্টা করে যাচ্ছি সেগুলি পালন করতে।’’ টুর্নামেন্টে ২৭ উইকেট হয়ে গিয়েছে তাঁর। যোগ করেছেন, ‘‘অধিনায়ক যখনই চাইবে, আমি বল করার জন্য তৈরি থাকছি। ফল কী হবে তা নিয়ে ভাবি না। দলের সাফল্যে অবদান রাখতে পারলে আনন্দের সীমা থাকে না। দিল্লিকে হারানোর পরে সেই আনন্দটা পেয়েছি।’’

Advertisement

দিল্লির বিরুদ্ধে বুমরার সব চেয়ে বড় চমক ছিল ফর্মে থাকা শিখর ধওয়নকে দিনের সেরা ইয়র্কারে বোল্ড করে ফিরিয়ে দেওয়া। ‘‘প্রথম ইয়র্কারটা সব সময় আমার কাছে গুরুত্বপূর্ণ। ঠিক করেছিলাম, শুরুতেই ওটা করব। সেই ইয়র্কারেই শিখরের উইকেট পেয়ে দারুণ লেগেছে,’’ বলেছেন বুমরা। বৃহস্পতিবার অবশ্য কম যাননি ট্রেন্ট বোল্টও। কুঁচকির চোট নিয়েও নিউজ়িল্যান্ডের পেসারের বোলিং গড় ২-১-৯-২! তিনি এবং বুমরা নতুন বলে যে বোলিংটা করেছেন তার সঙ্গে তুলনা করা হচ্ছে টেস্ট ক্রিকেটে শুরুর কোনও স্বপ্নের স্পেলের। ম্যাচের সেরা হওয়া নিয়ে মজা করে বুমরা বলেছেন, ‘‘সব পুরস্কার তো ব্যাটসম্যানরাই নিয়ে চলে যাচ্ছে। তাই একজন বোলারের সেরা হওয়াটা নিশ্চিত ভাবেই বড় ব্যাপার। তবে পুরস্কার নিয়ে কখনও ভাবি না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে দল জিতল কি না।’’

মুম্বইয়ের কাছে হতাশ দিল্লির কোচ রিকি পন্টিং। শেষ চার-পাঁচ ওভারে হার্দিককে তাঁর বোলাররা প্লেটে করে খাবার সাজিয়ে দেওয়ার মতো বোলিং করেছে বলে মন্তব্য করেছেন তিনি। রোহিত শর্মার উইকেট নেওয়ার পরেও অশ্বিনকে সরিয়ে নিলেন কেন শ্রেয়স আয়ার? জানেন না পন্টিংও। দিল্লির নেতৃত্ব নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement