IPL 2020

‘দেড় বছর পর খেলছে, ফর্মে ফিরতে সময় লাগবে ধোনির’, বলছেন সৌরভ

চেনা ছন্দে দেখা যাচ্ছে না ধোনিকে। ব্যাটিং অর্ডারে নামিয়ে আনছেন। তাতেও প্রবল সমালোচিত হচ্ছেন চেন্নাই অধিনায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৩
Share:

ধোনির ফর্ম নিয়ে মুখ খুললেন সৌরভ। - ফাইল চিত্র।

পর পর দুটো ম্যাচ হেরে আইপিএলের শুরুতেই পিছিয়ে পড়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। তিন ম্যাচ খেলে একটিতে জিতেছে তিন বারের চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচেই হার মেনেছেন ধোনিরা। আর তার ফলে পয়েন্ট টেবলে চেন্নাই এখন সাত নম্বরে।

Advertisement

অধিনায়ককেও চেনা ছন্দে দেখা যাচ্ছে না। ব্যাটিং অর্ডারে নিজেকে নামিয়ে আনছেন। তাতেও প্রবল সমালোচিত হচ্ছেন তিনি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য চেন্নাই অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলছেন, “পুরনো ছন্দে ফিরতে ধোনির আরও বেশ খানিকটা সময় লাগবে। দেড় বছর পরে ও আবার খেলতে নেমেছে। যত ভাল ক্রিকেটারই হোক না কেন, কিছুটা সময় দিতেই হবে।”

Advertisement

আরও পড়ুন: ‘৫০০ ম্যাচ খেলেছি, যার সঙ্গে খুশি কথা বলতে পারি’

২০১৯ সালের হৃদয়বিদারক বিশ্বকাপ সেমিফাইনালের পর ধোনিকে ক্রিকেট মাঠে দেখা গেল এ বারের আইপিএলে। ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামা নিয়ে প্রশ্ন উড়ে এসেছিল তাঁর দিকেও। অনেক দিন ব্যাট না করার জন্যই নিজেকে নামিয়ে আনছেন বলে জানিয়েছিলেন চেন্নাই অধিনায়ক।

তবে ২ অক্টোবর পরবর্তী ম্যাচের আগে প্রায় সাত দিন সময় পাচ্ছে চেন্নাই। যা সময় পাচ্ছে, তাতে নিজেদের গুছিয়ে নেওয়ার সময পাচ্ছেন ধোনিরা। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে কি পুরনো ধোনিকে দেখা যাবে? টুর্নামেন্টে কি ঘুরে দাঁড়াতে পারবে চেন্নাই? এই প্রশ্নগুলোই এখন ঘোরাফেরা করছে চেন্নাই সমর্থকদের মনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement