সূর্যকুমার যাদব। ফাইল চিত্র।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফাইনালে ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে ফিরে যান সূর্যকুমার যাদব। অধিনায়ককে রক্ষা করার জন্য নিজের উইকেট আত্মত্যাগ করেন সূর্য। ট্রফি জিতে সতীর্থের সেই আত্মত্যাগকে কুর্নিশ করেছেন রোহিত। পাল্টা জানিয়েছেন, তাঁর নিজেরই উইকেট ত্যাগ করা উচিত ছিল সূর্যকুমারের জন্য।
ফাইনালে ৬৮ রান করে মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম বার ট্রফি জেতায় অবদান রাখার পরে রোহিত বলেছেন, ‘‘পুরো আইপিএলে সূর্য যে রকম ছন্দে ছিল, তাতে সত্যিই আমি মুগ্ধ। আমারই উচিত ছিল, সূর্যের জন্য নিজের উইকেট ত্যাগ করে বেরিয়ে আসা। ওর ব্যাট থেকে অসাধারণ সব শট দেখতে পেয়েছি এ বার।’’ অধিনায়ক যোগ করেন, ‘‘সূর্যকুমারের অবদান নিয়ে কোনও প্রশ্ন নেই। কঠিন পরিস্থিতি থেকে বহু ম্যাচে ফিরিয়ে এনেছে আমাদের। তিন নম্বরে ব্যাট করতে নেমে কখনও প্রতিআক্রমণ করে বিপক্ষকে চাপে ফেলে দিয়েছে। কখনও ইনিংস গড়ার কাজ করেছে এক দিক আগলে রেখে। সূর্যকে কী ভাবে ধন্যবাদ জানাব, সেটাই আমি বুঝে উঠতে পারছি না।’’
এ বারের আইপিএলে ১৬ ম্যাচে সূর্যকুমারের রান ৪৮০। শুরু থেকেই দলের প্রয়োজনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। তা মানছেন রোহিতও। বলে দিলেন, “প্রথম ম্যাচ থেকে সূর্যের ব্যাট কথা বলছে। কী ভাবে ইনিংস গড়া উচিত, তা ফুটে ওঠে সূর্যের ব্যাটিংয়ে।” ট্রফিজয়ী রোহিত মনে করেন, বিশ্ব ক্রিকেটে অন্যতম কঠিন প্রতিযোগিতা আইপিএল।
ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড আবার বলছেন, বিশ্বের সব চেয়ে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। পোলার্ডের কথায়, ‘‘এগারো বছর মুম্বইয়ের হয়ে খেলছি। পঞ্চম আইপিএল ট্রফি জিতলাম। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।” বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি কুড়ি ওভারের লিগ খেলেন। সেই অভিজ্ঞতা থেকে পোলার্ড বলে দিলেন, ‘‘আমার দেখা সেরা ফ্র্যাঞ্চাইজি অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্স। এ রকম ভারসাম্য খুব কম দলেই লক্ষ্য করা যায়।’’