জার্সি উদ্বোধনের দিন কোহলী বলেছিলেন, ‘অন্য ধরনের একটা নীল জার্সি পরব আমরা।’ ফাইল চিত্র।
ভারতের টি-টোয়েন্টি দল এবং আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ছেন, বিরাট কোহলীর এই জোড়া সিদ্ধান্তে উত্তাল ক্রিকেট দুনিয়া। কিন্তু কোহলীর মাথায় আপাতত শুধুই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ।
সোমবার এই ম্যাচের অন্য একটি তাৎপর্যও রয়েছে কোহলীর কাছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এই ম্যাচে বিশেষ নীল জার্সি পরে খেলবে। কোভিড-যোদ্ধাদের সম্মান জানাতে পিপিই কিটের রঙে কোহলীদের এই জার্সি তৈরি করা হয়েছে। অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি পিছনে ফেলে কোহলী এখন এই বিশেষ জার্সি পরে মাঠে নামার জন্য ছটফট করছেন।
রবিবার অনুশীলনের দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কোহলী লিখেছেন, ‘‘একটি বিশেষ কারণে সোমবার আমরা মাঠে নামব। আমাদের প্রথম সারির কোভিড-যোদ্ধাদের কুর্নিশ করব এই ম্যাচে।’’
খেলা হয়ে গেলে আরসিবি-র এই জার্সিগুলি নিলামে তোলা হবে। যে টাকা উঠবে তা টিকা দেওয়ার কাজে লাগানো হবে।
এই জার্সি উদ্বোধনের দিন কোহলী বলেছিলেন, ‘অন্য ধরনের একটা নীল জার্সি পরব আমরা। এটা একটা বার্তা নিয়ে আসবে এবং আরসিবি-র কাছে এটা একটা মাইলফলক। ভারতের টিকা দেওয়ার হার এগিয়ে নিয়ে যেতে এই জার্সিগুলোকে নিলামে তোলা হবে’।