Tim Seifert

চোট পেয়ে ছিটকে যাওয়া বিদেশি পেসারের বদলে উইকেটকিপার নিল নাইট রাইডার্স

মজার বিষয় হল, আলি খান ও সেইফার্ট দু’জনেই এই বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স দলে ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১৬:৩০
Share:

নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্ট। —ফাইল চিত্র।

পেসারের বদলি উইকেটকিপার! এমনই অদ্ভুত ঘটনা ঘটাল কলকাতা নাইট রাইডার্স

Advertisement

চোট পাওয়া পেসার আলি খানের পরিবর্ত হিসেবে কলকাতা নিল নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্টকে। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৩ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

আমেরিকার প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের কোনও দলে এসেছিলেন আলি খান। হ্যারি গার্নির বদলি হিসেবে এসেছিলেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাফল্যের জন্যই গত মাসে তাঁকে সই করিয়েছিল নাইটরা। কিন্তু আইপিএলে কোনও ম্যাচ খেলার আগেই চোটের জন্য ছিটকে যান প্রতিযোগিতা থাকে।

Advertisement

আরও পড়ুন: ডাবল সুপার ওভার নয়, পঞ্জাব-মুম্বই ম্যাচে নজর কাড়লেন এই ‘রহস্যময়ী’

আরও পড়ুন: কার্তিককে শাহরুখ: ট্রফি দাও, রজনীর সঙ্গে লাঞ্চ করাচ্ছি​

মজার বিষয় হল, আলি খান ও সেইফার্ট দু’জনেই এই বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স দলে ছিলেন। আলি খান নিয়েছিলেন ৮ উইকেট। অন্য দিকে, ৯ ইনিংসে ১০৯.৯১ স্ট্রাইক রেটে ১৩৩ রান করেছিলেন সেইফার্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement