দুবাইয়ে পা রাখার পর একের পর এক ধাক্কায় চেন্নাই শিবির বোসামাল হলেও ম্যাচে তার চিহ্ন দেখা গেল না। ছবি: পিটিআই।
দীর্ঘ পাঁচ মাস পরিবারের সঙ্গে কাটিয়ে মরুশহরে পা রেখে ছ’দিনের নিভৃতবাস রীতিমতো কষ্টকর হয়ে উঠেছিল। চোদ্দো মাস পরে আবার মাঠে ফিরে তেমনটাই জানালেন মহেন্দ্র সিংহ ধোনি।
শনিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে ধোনি বলেন, “নিভৃতবাসের প্রথম ছ’দিন খুবই কষ্টকর ছিল। এতদিন আপনি নিজের পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন এবং তার পরে হঠাৎ করে একটি আলাদা ঘরে আপনাকে রেখে দেওয়া হলে সেটা কখনওই সুখকর হবে না।” যোগ করেন, “সকলের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। সুন্দর সময় কাটিয়ে আসার পরে কেউই এ ভাবে হতাশ হতে চাইবে না।”
দুবাইয়ে পা রাখার পরেই একের পর এক ধাক্কায় সাময়িকভাবে বেসামাল হয়ে পড়েছিল চেন্নাই শিবির। ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ সুরেশ রায়না। তার পরেই একসঙ্গে ১৪জন সদস্যের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস পজিটিভ, যার মধ্যে ছিলেন দীপক চাহার এবং রুতুরাজ গায়কোয়াড়। শনিবারের ম্যাচে চাহার ফিরলেও রুতুরাজের এখনই মাঠে নামার সম্ভাবনা নেই। এবং সেই ঘটনার পরেই হরভজন সিংহও জানিয়ে দেন, তিনি এ বার আইপিএলে খেলবেন না। ধোনি অবশ্য সহজভাবেই মেনে নিয়েছেন সব কিছু। নিয়ম মেনে দুবাইয়ে ছ’দিন এবং আবু ধাবিতে ১৪ দিনের নিভৃতবাস পর্ব সেরে মাঠে নেমে তরতাজা তিনি। বলেছেন, “১৪ দিন পরে মাঠে নামার পরে দারুণ লাগছিল। তা ছাড়া এখানে অনুশীলনের ব্যবস্থাও খুব সুন্দর।” তবে শনিবার সিএসকে অধিনায়ক আরও একটি কারণে নজর কেড়ে নিয়েছেন সকলের। তা হল পেশিবহুল চেহারা, যে ছবি আগে কখনও দেখেননি তাঁর ভক্তেরা। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, “লকডাউনে তো স্বাধীনভাবে নিজের মতো জীবন কাটানোর সময় ছিল। সকলের মতো আমিও নিজেকে ফিট রাখতে অনেকটা সময় ব্যয় করেছি। দলের সমস্ত সদস্যকে সুন্দরভাবে সময় কাটানোর জন্যও কৃতিত্ব দিতে হবে।”
গত বছর ফাইনালে হার মানতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এ বার কি তা হলে প্রতিশোধের ম্যাচ? ধোনিসুলভ ভঙ্গিতে জবাব উড়ে আসে, “ক্রিকেট ভদ্রলোকের খেলা। সেই জায়গা থেকে এটাকে জবাব দেওয়ার ম্যাচ বলে বিবেচনা করা উচিত হবে না। বরং মনে রাখতে হবে, গতবার যে ভুলগুলো আমরা করেছিলাম, তার পুনরাবৃত্তি যেন এ বার না হয়।” আইপিএলে চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পরে বললেন, আমিরশাহির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার উপরেই নির্ভর করছে এ বারের সাফল্য।
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স - ১৬২-৯ (২০)
চেন্নাই সুপার কিংস - ১৬৬-৫ (১৯.২)
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত ক কারেন বো চাওলা ১২ • ১০
ডি’কক ক ওয়াটসন বো কারেন ৩৩ • ২০
সূর্যকুমার ক কারেন বো চাহার ১৭ • ১৬
সৌরভ ক ডুপ্লেসি বো জাডেজা ৪২ • ৩১
হার্দিক ক ডুপ্লেসি বো জাডেজা ১৪ • ১০
পোলার্ড ক ধোনি বো এনগিডি ১৮ • ১৪
ক্রুণাল ক ধোনি বো এনগিডি ৩ • ৩
প্যাটিনসন ক ডুপ্লেসি বো এনগিডি ১১ • ৮
রাহুল চাহার ন.আ. ২ • ৪
বোল্ট বো দীপক চাহার ০ • ১
যশপ্রীত বুমরা ন.আ. ৫ • ৩
অতিরিক্ত ৫
মোট ১৬২-৯ (২০)
পতন: ১-৪৬ (রোহিত, ৪.৪), ২-৪৮ (ডি’কক, ৫.১), ৩-৯২ (সূর্যকুমার, ১০.৬), ৪-১২১ (সৌরভ, ১৪.১), ৫-১২৪ (হার্দিক, ১৪.৫), ৬-১৩৬ (ক্রুণাল, ১৬.১), ৭-১৫১ (পোলার্ড, ১৮.১), ৮-১৫৬ (প্যাটিনসন, ১৮.৫), ৯-১৫৬ (বোল্ট, ১৯.১)।
বোলিং: দীপক চাহার ৪-০-৩২-২, স্যাম কারেন ৪-০-২৮-১, লুনগি এনগিডি ৪-০-৩৮-৩, পীযূষ চাওলা ৪-০-২১-১, জাডেজা ৪-০-৪২-২।
চেন্নাই সুপার কিংস
বিজয় এলবিডব্লিউ প্যাটিনসন ১ • ৭
ওয়াটসন এলবিডব্লিউ বোল্ট ৪ • ৫
ডুপ্লেসি ন. আ. ৫৮ • ৪৪
রায়ডু ক ও বো রাহুল ৭১ • ৪৮
জাডেজা এলবিডব্লিউ ক্রুণাল ১০ • ৫
কারেন ক প্যাটিনসন বো বুমরা ১৮ • ৬
ধোনি ন. আ. ০ • ২
অতিরিক্ত ৪
মোট ১৬৬-৫ (১৯.২)
পতন: ১-৫ (ওয়াটসন, ০.৬), ২-৬ (বিজয়, ১.৬), ৩-১২১ (রায়ডু, ১৫.৬), ৪-১৩৪ (জাডেজা, ১৭.১), ৫-১৫৩ (কারেন, ১৮.২)। বোলিং: ট্রেন্ট বোল্ট ৩.২-০-২৩-১, জেমস প্যাটিনসন ৪-০-২৭-১, যশপ্রীত বুমরা ৪-০-৪৩-১, ক্রুণাল পাণ্ড্য ৪-০-৩৭-১, রাহুল চাহার ৪-০-৩৬-১।
পাঁচ উইকেটে জয়ী চেন্নাই
ম্যাচের সেরা স্যাম কারেন