এই হাসি দেখা যাবে পরের বছরও। ছবি: সোশ্যাল মিডিয়া
এখনই ক্রিকেট ছাড়ছেন না মহেন্দ্র সিংহ ধোনি। এবং তা জানিয়ে দিলেন স্বয়ং তিনি।
রবিবার এ বারের আইপিএলে শেষ ম্যাচ খেলতে নামল চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যেই তাদের প্লে অফে যাওয়ার আশা শেষ। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আজকের ম্যাচ তাদের কাছে শুধুই সম্মান রক্ষার।
টসের সময় চেন্নাই অধিনায়ক ধোনিকে জিজ্ঞেস করা হয় এটাই ওঁর শেষ ম্যাচ কি না। উত্তর ধোনি বলেন, “কোনও মতেই হলুদ জার্সিতে এটা আমার শেষ ম্যাচ নয়।” আইপিএল শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক। আইপিএলেই ধোনিকে দেখার জন্য বসে থাকেন ভক্তরা। সেই সুযোগ যে পরের বছরেও পাওয়া যাবে তা জানালেন তিনি নিজেই।
আরও পড়ুন: স্লো পিচেও পেসারদের দাপট, প্রথম ছয়ে শুধুই চহাল
এ বারের টুর্নামেন্ট একে বারেই ভাল যায়নি ‘থালাইভা’র। ১৩ ম্যাচ খেলে জয় এসেছে মাত্র ৫টিতে। ব্যাটেও রান পাননি তিনি। গুঞ্জন উঠছিল হয়তো আজকের ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন ধোনি। কিন্তু তা যে হচ্ছে না বুঝিয়ে দিলেন তিনি। আগামী আইপিএল ফের সুযোগ থাকছে হলুদ জার্সিতে তাঁকে মাঠে দেখার।