পুরনো নাইটকে ফিরে পাওয়ায় প্রত্যাশার পারদ চড়তে শুরু করে দিয়েছে। —ফাইল চিত্র।
অভিজ্ঞ ইয়ন মর্গ্যান প্রয়োজনের সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিককে। সেই কারণেই নাইটদের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক প্রসঙ্গে বলেছেন, ‘‘দীনেশ কার্তিকের আদর্শ লেফট্যানেন্ট মর্গ্যান।”
কলকাতার নিলামে ৫ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে নাইট রাইডার্স দলে নেয় মর্গ্যানকে। তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালসও। শেষ পর্যন্ত কেকেআর-এ ফিরলেন ইংল্যান্ডের ক্রিকেটার। কলকাতার ফ্র্যাঞ্চাইজির হয়ে অতীতে খেলেছেন মর্গ্যান।
সেই তিনিই ফিরলেন পুরনো দলে। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেকেআর.ইন-এ বলেছেন, ‘‘এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে যে ক’জন অধিনায়ক রয়েছে, তাঁদের মধ্যে সেরা মর্গ্যান। দীনেশ কার্তিকের আদর্শ লেফটেন্যান্ট ও। কেকেআর-এর হয়ে গুরুত্বপূর্ণ চার নম্বরে ব্যাট করতে নামবে মর্গ্যান।”
বিশ্বজয়ী অধিনায়ককে সাজঘরে পেয়ে খুশি নাইট শিবির। ম্যাকালাম বলছেন, ‘‘জীবনের সেরা ফর্মে রয়েছে মর্গ্যান। গত কয়েক বছর ধরে বেশ ভালই খেলছে ও। কলকাতার সম্পদ হতে চলেছে মর্গ্যান।’’ মর্গ্যানকে নিয়ে প্রত্যাশার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে।