IPL 2020

এখন বিশ্বের সেরা জোরে বোলার কে? ভন বললেন...

এ বারের আইপিএলে ১৪ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন বুমরা। তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেটের মালিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ১৭:৪৮
Share:

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন। —ফাইল চিত্র।

এই মুহূর্তে বিশ্বক্রিকেটের সেরা জোরে বোলার কে? ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের মনে কোনও সংশয় নেই। তাঁর মতে, অবধারিত ভাবেই এখন সেরা জোরে বোলার হলেন যশপ্রীত বুমরা

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন বুমরা। যা মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়েছে ৫৭ রানে। এবং রোহিত শর্মার দল উঠে গিয়েছে আইপিএলের ফাইনালে।

এ বারের আইপিএলে ১৪ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন বুমরা। তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেটের মালিক। বুমরার পরেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদা। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামার আগে পর্যন্ত ১৫ রাবাদা নিয়েছেন ২৫ উইকেট।

Advertisement

আরও পড়ুন: দুই পায়েই চোট, ঋদ্ধিমানের এ বারের আইপিএল অভিযান সম্ভবত শেষ

আরও পড়ুন: বিশ্বাস করি রাহুলের অনেক দিন টেস্ট খেলার ক্ষমতা রয়েছে, মত সৌরভের

Advertisement

মাইকেল ভন বলেছেন, “আমার মনে কোনও দ্বিধা নেই যে এখন বিশ্বের সেরা বুমরাই। আইপিএলে শেষ তিন ম্যাচে ৪৫ রান দিয়ে ১০ উইকেট নিয়েছে ও। যা টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা দেখা যায় না। আমার তো মনে হয় না বুমরাকে সেরা সিম বোলার মানতে কারও আপত্তি রয়েছে বলে।” কেন সেরা বুমরা? ভনের ব্যাখ্যা, “ও অপেক্ষা করতে থাকে। তার পর একেবারে শেষ মুহূর্তে সঠিক বলটা ছাড়ে। যে বলে মার্কাস স্টোইনিসকে আউট করেছিল, তা যেমন প্রচণ্ড দ্রুত গতির ছিল। ও বোঝার আগেই বল পেরিয়ে গিয়েছিল।”

একা ভনই নন। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ ও নিউজিল্যান্ডের প্রাক্তন জোরে বোলার শেন বন্ডও সেরা মানছেন বুমরাকে। ফ্র্যাঞ্চাইজির টুইটার হ্যান্ডেলে এক ভিডিয়োয় তিনি বলেছেন, “বুমরাকে বল করতে দেখা সৌভাগ্যের ব্যাপার। ওই টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা বোলার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement