শারজায় ঝুলনদের প্রাধান্য। ছবি-সোশ্যাল মিডিয়া।
টি টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম ম্যাচে রান তাড়া করে সুপারনোভাসকে হারিয়েছিল ভেলোসিটি। বৃহস্পতিবার ট্রেলব্লেজার্সের কাছে আত্মসমর্পণ করল তারা। প্রথমে ব্যাট করে মাত্র ৪৭ রানে করে ভেলোসিটি। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেননি মিতালি রাজরা। ট্রেলব্লেজার্সের ঝুলন গোস্বামী (২-১৩), সোফি (৪-৯), রাজেশ্বরীদের (২-১৩) দাপটে ১৫.১ ওভারেই শেষ হয়ে যায় ভেলোসিটির ইনিংস।
রান তাড়া করতে নেমে ৭.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ট্রেলব্লেজার্স। স্মৃতি মান্ধানার (৬) উইকেট কেবল হারায় তারা। ডটিন (২৯) ও রিচা ঘোষ (১৩) অপরাজিত থেকে ম্যাচ জিতে নেন। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভেলোসিটি। শুরু থেকেই নিয়মিত উইকেট পড়ে।পার্টনারশিপ গড়তে পারেননি ভেলোসিটির ব্যাটসম্যানরা। ওপেনার শেফালি ভার্মা ও ড্যানি ওয়্যাট ভাল শুরু করতে পারেননি। দুই ওপেনারকেই আউট করেন ঝুলন গোস্বামী। শেফালি করেন মাত্র ১৩ রান। ড্যানির ব্যাট থেকে আসে মাত্র ৩ রান।
গতকাল লড়াই করে ভেলোসিটির ব্যাটসম্যানরা জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ দিন রান তুলতে বেগ পেতে হয় মিতালিদের। সুপারনোভাসের বিরুদ্ধে্ও রান পাননি ভেলোসিটির ক্যাপ্টেন। এ দিনও মিতালি ব্যর্থ। মাত্র ১ রান করেন তিনি। ভেদা কৃষ্ণমূর্তি খাতা না খুলেই ফেরেন।
সুষমা ভার্মা (১) ও সুনে লুজ (৪) গতকাল রান পেলেও এ দিন দুই ব্যাটসম্যানই ব্যর্থ। কেউই রুখে দাঁড়াতে পারেননি। তার উপরে বোঝাপড়ার অভাবে রান আউট হন শিখা পাণ্ডে। মাত্র ৪৭ রানের পুঁজি নিয়ে লড়া সম্ভব নয়। পারেওনি ভেলোসিটি। খুব সহজেই ম্যাচ জিতে নেয় ট্রেলব্লেজার্স।
A 2⃣-wicket maiden from Sophie Ecclestone as she picks the keys wickets of Mithali Raj and Veda Krishnamurthy 🔥🔥#VELvTBL #JioWomensT20Challenge pic.twitter.com/7dH902zr5q