Cricket

রোহিতকে আটকানোর ক্লাস শুরু নাইট শিবিরে

আমিরশাহির গরমে পিচ থেকে পেসাররা সে ভাবে সাহায্য পাবেন না। সুবিধা পেতে পারেন স্পিনাররা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০৬:১২
Share:

মরিয়া: মরুশহরের গরমেও অক্লান্ত ভাবে চলছে কার্তিকদের মহড়া। ছবি: টুইটার।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগামী ২৩ সেপ্টেম্বর আইপিএল মরসুম শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত মুম্বইয়ের সঙ্গে ২৫টি ম্যাচ খেলেছে কেকেআর। মুম্বই জিতেছে ১৯ ম্যাচ। ছয় ম্যাচে জয়ী কেকেআর। মরুশহরে নাইটদের প্রথম ম্যাচে সেই পরিসংখ্যান কিছুটা বদলাতে চায় নাইট শিবির। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মাকে আটকানোর ছক।

Advertisement

এ দিন অনুশীলন শুরু হওয়ার আগে বোলারদের নিয়ে আলাদা নেটে চলে যান বোলিং কোচ কাইল মিলস। আমিরশাহির গরমে পিচ থেকে পেসাররা সে ভাবে সাহায্য পাবেন না। সুবিধা পেতে পারেন স্পিনাররা। নাইট বোলিং বিভাগকে নিয়ে এক ঘণ্টার বিশেষ ক্লাসে সব কিছু নিয়ে আলোচনা করলেন মিলস। নাইট সূত্রের খবর, রোহিত শর্মাকে কী ভাবে আটকানো যায় তা নিয়েও বোলারদের মধ্যে বিশেষ আলোচনা করেন মিলস। এখন থেকেই ‘হিটম্যান’-এর ভিডিয়ো দেখানোর পরিকল্পনা শুরু হয়েছে নাইট শিবিরে। বিশ্বকাপে রোহিতের সফল ইনিংসগুলো নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে দলের মধ্যে। দীনেশ কার্তিকরা ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলনের উপরে জোর দিচ্ছেন।

নাইট শিবির ফুরফুরে মেজাজে থাকলেও আতঙ্কে দিল্লি ক্যাপিটালস শিবির। দলের সহকারী ফিজিয়োথেরাপিস্টের তৃতীয় করোনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তা নিয়ে উদ্বেগ তৈরি হয়ে থাকলে অবাক হওয়ার নেই। যদিও শিখর ধওয়নের বিশ্বাস, করোনা হলেও তাঁর সুস্থ হতে সমস্যা হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement