IPL 2020

নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, বিবৃতি দিয়ে প্রতিবাদ নাইট রাইডার্সের

কলকাতার অন্যতম ভরসা নারিন। ব্যাটের পাশাপাশি বল হাতেও তিনি যে কোনও মুহূর্তে ভয়ঙ্কর হতে পারেন। এ বারের আইপিএলে ৬টি ম্যাচ থেকে পাঁচটি উইকেট নিয়েছেন নারিন।

Advertisement

সংবাদ সংস্থা

শারজা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১৮:১২
Share:

নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন। — ফাইল চিত্র।

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের জয়ের অন্যতম নায়ক তিনি। আর সেই ম্যাচেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। যার ফলে সুনীল নারিন তো বটেই, উদ্বেগে কলকাতা শিবিরও। তবে এখনই নিষিদ্ধ করা হচ্ছে না ক্যারিবিয়ান স্পিনারকে। কেবল সতর্ক করা হচ্ছে। সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে ফের রিপোর্ট জমা পড়লে চলতি টুর্নামেন্টে আর বল করতে দেখা যাবে না নারিনকে।

Advertisement

ক্যারিবিয়ান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে হঠাৎ সন্দেহ প্রকাশে বিস্মিত কলকাতা নাইট রাইডার্স শিবির। আজ, সোমবার শারজায় কেকেআরের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ধুন্ধুমার ম্যাচের আগে কলকাতা শিবিরের চিন্তা নারিনকে নিয়ে। কেকেআর শিবির থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “গোটা ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি ও সুনীল নারিন অবাক। ২০১২ সাল থেকে নারিন আইপিএলে ১১৫টি ম্যাচ খেলেছে। ২০১৫ সালে নারিনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়েছিল। ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত ৬৮টি ম্যাচ খেলেছে নারিন। ওর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা থেকেও মুক্ত হয়েছিল।’’

তবে নারিনকে নিয়ে আইপিএলের সিদ্ধান্ত সম্পর্কে শ্রদ্ধাশীল কলকাতা। তাদের তরফে বলা হয়েছে, “আইপিএল ওর বোলিং অ্যাকশন পর্যালোচনার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে, তার প্রতি আমরা আস্থাশীল। আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আমরা কাজও করছি। নারিনকে নিয়ে দ্রুত ও যথাযথ সমাধানসূত্র বেরিয়ে আসবে, এ বিষয়ে আমরা আশাবাদী।’’

Advertisement

আরও পড়ুন: আইপিএলের আঙিনায় বিহু নাচ, অহমিয়া রিয়ানের সেলিব্রেশন

কলকাতার অন্যতম ভরসা নারিন। ব্যাটের পাশাপাশি বল হাতেও তিনি যে কোনও মুহূর্তে ভয়ঙ্কর হতে পারেন। এ বারের আইপিএলে ৬টি ম্যাচ থেকে পাঁচটি উইকেট নিয়েছেন নারিন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় নারিনকে খুব দরকার দু' বারের চ্যাম্পিয়নদের। কলকাতা শিবির চাইছে নারিনকে নিয়ে তৈরি হওয়া মেঘ যেন দ্রুত কেটে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement