ছবি: পিটিআই।
আইপিএলের প্লে-অফের দৌড়ে কারা টিকে থাকবে, তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বৃহস্পতিবারের রাজস্থান রয়্যালস বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ ম্যাচের পরে। দু’দলের মধ্যে যে হারবে, তারাই লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়বে।
আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এসেছে রাজস্থান। আর সেই ম্যাচের নায়ক জস বাটলার বুধবার বলেছেন, ‘‘আমি মোটামুটি ছন্দে আছি। যত রান করতে পারব বলে আশা করেছিলাম, ততটা অবশ্য পারিনি।’’ রাজস্থান এখন ১০ ম্যাচে আট পয়েন্ট পেয়ে টেবলে ছ’নম্বরে। হায়দরাবাদের নয় ম্যাচে ছয় পয়েন্ট। রাজস্থান ব্যাটিংয়ের অন্যতম ভরসা বাটলার জানেন, তাঁদের এখন সব ম্যাচ জেতা ছাড়া উপায় নেই। তাঁর কথায়, ‘‘আমাদের হাতে এখন চারটে ম্যাচ আছে। প্লে-অফে উঠতে গেলে সব ক’টা ম্যাচেই জিততে হবে। আমরা ভালই জানি অঙ্কটা।’’ বাটলার আরও বলেন, ‘‘আমরা এখন ভাল খেলতে শুরু করেছি। শেষ তিনটে ম্যাচেই আমাদের জেতা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। আশা করছি, হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচটা জিততে পারব।’’
হায়দরাবাদও নামছে টিকে থাকার লড়াইয়ে। ডেভিড ওয়ার্নারের দল আবার আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সুপার ওভারে হেরে এসেছে। যে ম্যাচে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। তিনি না খেললে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে হায়দরাবাদের জার্সিতে দেখা যেতে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক এ দিন অস্বস্তিকর প্রশ্ন তুলে দিয়েছেন আইপিএলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের অনুপস্থিতি নিয়ে।
আরও পড়ুন: আইপিএলের আকাশছোঁয়া সাফল্যে বিস্মিত নন সৌরভ
আরও পড়ুন: লজ্জার হার কলকাতার, ব্যাঙ্গালোর জিতল ৮ উইকেটে
হোল্ডার মনে করেন, এই আইপিএলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। কোনও দলই ম্যাচের আগে হাঁটু মুড়ে বসে কৃষ্ণাঙ্গদের লড়াইয়ের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে হোল্ডার বলেছেন, ‘‘আমি এখানে বিএলএম নিয়ে কোনও আলোচনাই শুনিনি। মনে হচ্ছে, ব্যাপারটা যেন কারও নজরেই আসেনি। এটা খুবই দুঃখজনক।’’ যোগ করেন, ‘‘আমাদের নিজেদেরই এই নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। সবাইকে বোঝাতে হবে, কী ঘটছে।’’