ছবি: পিটিআই এবং এএফপি।
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন দীনেশ কার্তিক। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘণ্টা আগে নাইটদের ওয়েবসাইটে ঘোষণা করা হয়, মরসুমে বাকি সব ম্যাচে নাইটদের নেতৃত্ব দেবেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যান।
নাইট পরিবারের পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়, ব্যাট হাতে রানে ফেরার তাগিদে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কার্তিক। কারণ, নেতৃত্বের দায়িত্ব তাঁর উপরে বাড়তি চাপ তৈরি করেছিল। দলের স্বার্থেই তাই সরে দাঁড়ালেন কার্তিক। নাইট সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, কার্তিকের এই সিদ্ধান্ত তাঁকে অবাক করেছে। মাইসোরের বিবৃতি, ‘‘আমরা ভাগ্যবান যে ডিকের মতো অধিনায়ক এই দলকে নেতৃত্ব দিয়েছে। যার কাছে দলের স্বার্থই সব চেয়ে বেশি প্রাধান্য পায়। মরসুমের মাঝে এ রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহসিকতার প্রয়োজন।’’ যোগ করেন, ‘‘যদিও ওর এই সিদ্ধান্ত আমাদের অবাক করেছে। কার্তিকের এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে নাইট শিবির।’’
নাইট সূত্রে খবর, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পরেই অধিনায়ক কার্তিককে সতর্ক করে নাইট কর্তৃপক্ষ। কিন্তু চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতায় কার্তিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠা বন্ধ হয়ে গিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফের ৮২ রানে হারের পরে দলের মধ্যেই কার্তিককে নিয়ে অসন্তোষ তৈরি হয়। বৃহস্পতিবার অনুশীলনের মাঝে মর্গ্যান ও কোচ ব্রেন্ডন ম্যাকালামকে গিয়ে কার্তিক জানিয়ে দেন, তিনি আর নেতৃত্বের দায়িত্ব সামলাতে চান না। ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চান। শুক্রবার ম্যাচের দিন সকালে সরকারি ভাবে মর্গ্যানের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেন কার্তিক।
আরও পড়ুন: কুইন্টনের ৭৮, কলকাতাকে দাপটে ৮ উইকেটে হারাল মুম্বই
আরও পড়ুন: অধিনায়ক হিসেবে প্রথম অগ্নিপরীক্ষায় ব্যর্থ অইন মর্গ্যান
শুক্রবার আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস করার সময় কার্তিকের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন অইন মর্গ্যানও। তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার কার্তিক আমাকে ও ম্যাকালামকে ডেকে জানিয়ে দেয়, পরের ম্যাচ থেকে ও আর নেতৃত্বে থাকতে চায় না। দলের স্বার্থের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিকে। নেতৃত্বে ছেড়ে ব্যাটিংয়েই মনোনিবেশ করতে চায়। এ ধরনের সিদ্ধান্ত সত্যি সাহসিকতার পরিচয় দেয়।’’ যোগ করেন, ‘‘প্রতিযোগিতার প্রথমার্ধে বেশ কিছু ম্যাচে আমরা ভাল খেলেছি। আশা করি, বাকি ম্যাচগুলোতে নিজেদের উজাড় করে দেবে প্রত্যেকে।’’
আজ ধোনি বনাম রাবাডা: অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মোক্ষম চালে জয়ের পথে ফেরার পরে শনিবার চেন্নাই সুপার কিংসের সামনে দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচে সানরাইজ়ার্সের বিরুদ্ধে স্যাম কারেনকে ওপেন করতে পাঠানো হোক বা সাত বোলার খেলানো, ধোনির সব পরিকল্পনাই সফল। শারজার ক্রমশ ধীর গতির হয়ে পড়া পিচে দিল্লির বিরুদ্ধেও সম্ভবত তিন স্পিনারে খেলবে চেন্নাই। তবে চেন্নাইয়ের সামনে এমন একটা দল যাদের আত্মবিশ্বাস তুঙ্গে। দুই পেসার রাবাডা এবং আনরিখ নোখিয়া দুরন্ত ছন্দে আছেন। তবে দিল্লির চিন্তা অধিনায়ক শ্রেয়স আয়ারের চোট। এমনিতেই হ্যামস্ট্রিংয়ের চোটে নেই ঋষভ পন্থ। শনিবার শ্রেয়সও খেলতে না পারলে সেই ধাক্কা সামলানো বড়
পরীক্ষা হবে দিল্লির।
শনিবার আইপিএলে: দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস, সন্ধে ৭.৩০ থেকে। সরাসরি স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে সম্প্রচার।