বিরাটের ভাগ্য কি এ বার ফিরবে? ? —ফাইল চিত্র।
প্রতিবার ফেভারিট হিসেবে শুরু করে আরসিবি। এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহালির দল। এ বার কি ভাগ্য ফিরবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের?
স্কোয়াড: এবি ডিভিলিয়ার্স, দেবদুত পাড়িক্কাল, গুরকিরাত সিংহ, মইন আলি, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, পার্তিক পটেল, পবল নেগি, শিবম দুবে, উমেশ যাদব, বিরাট কোহালি, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল।
স্লট ফাঁকা রয়েছে: ১২টি। ছ’ জন বিদেশি ও ছ’ জন ঘরোয়া ক্রিকেটার।
টাকা খরচ হয়েছে: ৫৭.১০ কোটি।
হাতে টাকা রয়েছে: ২৭.৯০ কোটি।
নিলামে নজর কোন দিকে: বিদেশি অলরাউন্ডার, বিদেশি উইকেট কিপার, বিদেশি জোরে বোলার।
কারা কারা সম্ভাব্য টার্গেট: অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, শিমরন হেটমায়ার, ক্রিস মরিস, জিমি নিশাম, প্যাট কামিন্স, শেলডন কটরেল। ঘরোয়া ক্রিকেটার— প্রিয়ম গর্গ, পবন দেশপান্ডে, রোহন কদম, দীপক হুদা, ইউসুফ পাঠান, বিরাট সিংহ।