IPL 2020

নিলামে ১২ জনকে কিনতে পারবে বিরাটের ব্যাঙ্গালোর

এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহালির দল। এ বার কি ভাগ্য ফিরবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের? 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৫:০৭
Share:

বিরাটের ভাগ্য কি এ বার ফিরবে? ? —ফাইল চিত্র।

প্রতিবার ফেভারিট হিসেবে শুরু করে আরসিবি। এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহালির দল। এ বার কি ভাগ্য ফিরবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের?

Advertisement

স্কোয়াড: এবি ডিভিলিয়ার্স, দেবদুত পাড়িক্কাল, গুরকিরাত সিংহ, মইন আলি, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, পার্তিক পটেল, পবল নেগি, শিবম দুবে, উমেশ যাদব, বিরাট কোহালি, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল।
স্লট ফাঁকা রয়েছে: ১২টি। ছ’ জন বিদেশি ও ছ’ জন ঘরোয়া ক্রিকেটার।
টাকা খরচ হয়েছে: ৫৭.১০ কোটি।
হাতে টাকা রয়েছে: ২৭.৯০ কোটি।
নিলামে নজর কোন দিকে: বিদেশি অলরাউন্ডার, বিদেশি উইকেট কিপার, বিদেশি জোরে বোলার।
কারা কারা সম্ভাব্য টার্গেট: অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, শিমরন হেটমায়ার, ক্রিস মরিস, জিমি নিশাম, প্যাট কামিন্স, শেলডন কটরেল। ঘরোয়া ক্রিকেটার— প্রিয়ম গর্গ, পবন দেশপান্ডে, রোহন কদম, দীপক হুদা, ইউসুফ পাঠান, বিরাট সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement