শেষ হাসি কি ফের হাসবে মুম্বই? —ফাইল চিত্র।
চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। দলের নেতৃত্বে রোহিত শর্মা। ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাট যে কোনও মুহূর্তে গর্জে উঠতে পারে। চলতি বছরে রোহিতের ব্যাট রেকর্ডের পর রেকর্ড গড়ছে। আগামী বছরের আইপিএল-ও রোহিতের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। ‘হিটম্যান’ ছাড়াও বাকিরা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।
স্কোয়াড: আদিত্য তারে, আনমোলপ্রীত সিংহ, ধবল কুলকার্নি, হার্দিক পাণ্ড্য, ইশান কিষাণ, যশপ্রীত বুমরা, জয়ন্ত যাদব, কায়রন পোলার্ড, ক্রুনাল পাণ্ড্য, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকক্লিনাঘ্যান, কুইন্টন ডি কক, রাহুল চহার, রোহিত শর্মা, শেরফান রাদারফোর্ড, সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট।
স্লট ফাঁকা রয়েছে: সাতটি। পাঁচটি ঘরোয়া ক্রিকেটার ও দু’টি বিদেশি প্লেয়ার। টাকা খরচ হয়েছে: ৭১.৯৫ কোটি টাকা।
হাতে টাকা রয়েছে:১৩.০৫ কোটি টাকা।
নিলামে নজর কোন দিকে: কুইন্টন ডি ককের ব্যাক আপ। মিস্ট্রি স্পিনার অথবা বিদেশি ডান হাতি পেসার। বিশেষ করে লাসিথ মালিঙ্গার ব্যাক আপ। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটারের দিকে নজর থাকবে।
কারা কারা সম্ভাব্য টার্গেট: জেসন রয়, টম ব্যান্টন, হেডেন ওয়ালশ, ক্রিস গ্রিন, নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স। ঘরোয়া ক্রিকেটার— যশস্বী জয়সওয়াল, দীপক হুদা, প্রিয়ম গর্গ।