মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।
আগের ম্যাচে তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীরেরা প্রশ্ন তুলেছিলেন, কেন সাত নম্বরে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি? শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আলোচনার কেন্দ্রবিন্দু তিনিই। ভক্তেরা এখন থেকেই চর্চা শুরু করে দিয়েছেন, কত নম্বরে ব্যাট করতে নামবেন ধোনি?
চেন্নাই সুপার কিংস শিবির থেকে যদিও ধোনির ব্যাটিং অর্ডার সম্পর্কে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। ধোনি নিজেই ঠিক করবেন, কোন জায়গায় তিনি নামলে দল সব চেয়ে সুবিধা পাবে। তবে দিল্লির বিরুদ্ধেও হয়তো খেলা হচ্ছে না ডোয়েন ব্র্যাভো ও অম্বাতি রায়ডুর। চেন্নাইয়ের হেড কোচ স্টিভন ফ্লেমিং বলেছেন, ‘‘শুক্রবারের ম্যাচে হয়তো ব্র্যাভোকে পাওয়া যাচ্ছে না। প্রস্তুতি শুরু করলেও কিছু দিন সময় লাগবে। আশা করছি সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্র্যাভো ও রায়ডু দু’জনেই ফিরে আসবে।’’
শারজায় শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে চেন্নাই। এ দিকে প্রথম ম্যাচ জিতে খেলতে নামছে দিল্লি। চেন্নাই শিবিরে কি তা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে? ফ্লেমিংয়ের উত্তর, ‘‘শেষ ম্যাচের ফল নিয়ে কিছু ভাবছি না। কাল দুবাইয়ে খেলব। নতুন মাঠে মানিয়ে নেওয়াই আমাদের প্রথম লক্ষ্য।’’
দিল্লি শিবির যদিও বেশ আত্মবিশ্বাসী। তবুও আর অশ্বিনের চোট ভাবাচ্ছে তাদেরও। ফিল্ডিং কোচ মহম্মদ কাইফ বলেছেন, ‘‘দু’দিন ধরে প্র্যাক্টিস করছে অশ্বিন। তবে শুক্রবারই সিদ্ধান্ত নেওয়া হবে, অশ্বিন খেলছে কি না।’’ যোগ করেন, ‘‘ইশান্ত বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি শুরু করেছে। দেখা যাক, ও কী রকম জায়গায় থাকে।’’