তবু বিরাট, এবিই কাঁটা: পীযূষ

কলকাতা নাইট রাইট রাইডার্স আবার এখনও পর্যন্ত ঘরের মাঠে দুটো ম্যাচ জিতেছে। শেষ দ্বৈরথে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার ওভারে হারে কেকেআর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০৪:০৯
Share:

পীষূষ চাওলা। ফাইল চিত্র।

বেঙ্গালুরুতে শুক্রবারের দ্বৈরথের আগে সতর্ক কলকাতা নাইট রাইডার্স শিবির। চার ম্যাচে চারটেই হেরে নাইটদের বিরুদ্ধে খেলতে নামছে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাই নাইটদের হারাতে বেঙ্গালুরু যে মরিয়া হয়ে নামবে, সেটা খুব ভাল করে জানে কেকেআর।

Advertisement

বৃহস্পতিবার নাইট রাইডার্সের স্পিনার পীষূষ চাওলা বেঙ্গালুরুতে বললেন, ‘‘আমরা সবাই জানি আরসিবি কতটা শক্তিশালী দল। চারটে ম্যাচে হেরেছে বলেই ওরা বিধ্বস্ত এবং প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে, এমন কিন্তু নয়। ওরা নিশ্চিত ভাবে ঘুরে দাঁড়াবে। হয়তো মরিয়া হয়ে আমাদের বিরুদ্ধে জিততে চাইবে ওরা। সে কথা মাথায় রেখেই ওদের হারানোর প্রস্তুতি নিতে হবে আমাদের।’’

আরসিবি-র ব্যাটিংয়ের প্রধান দুই ভরসা বিরাট এবং এ বি ডিভিলিয়ার্সকে নিয়ে কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে পীষূষ বলেন, ‘‘আমাদের পরিকল্পনা একেবারে সহজ সরল। প্রাথমিক জায়গাটা ঠিক রেখে এগোতে চাই আমরা। বিরাট, এবি এমনকী পার্থিব (পটেল) খুব ভাল ছন্দে রয়েছে। ওরা সবাই দুরন্ত ব্যাটসম্যান। দেখতে হবে আমরা যেন ওদের কোনও সুযোগ না দিয়ে ফেলি।’’ বিরাট-ডিভিলিয়ার্সের দল শুধু চারটে ম্যাচে হারাই নয়, গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অনেক ক্যাচও ফস্কেছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কলকাতা নাইট রাইট রাইডার্স আবার এখনও পর্যন্ত ঘরের মাঠে দুটো ম্যাচ জিতেছে। শেষ দ্বৈরথে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার ওভারে হারে কেকেআর। দীনেশ কার্তিকদের একটা বড় চিন্তা হতে পারে গত তিনটে ম্যাচেই বিপক্ষকে ১৮০ রানের উপর করতে দেওয়া। তবে পীষূষ বলছেন, ‘‘কলকাতায় খেলার সময় জানতাম উইকেট কতটা ব্যাটিংয়ের উপযুক্ত। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে যদি ১৮০ রান দিয়ে থাকি তা হলে ২০০-র বেশি রানও তুলেছি। দিল্লির বিরুদ্ধে আমাদের বোলাররা হয়তো আরও ভাল বল করতে পারত। তবে, আমার মনে হয় না চিন্তার কোনও কারণ রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement