ছবি এএফপি।
ক্রিকেট বিশ্বে তাঁকে অন্যতম ধুরন্ধর মস্তিষ্কের অধিকারী ধরা হয়। তবে তিনিও মানুষ। ভুল তাঁরও হয়। তাই কখনও কখনও বোলারদের পরামর্শ দিতে গিয়ে ভুলও করে ফেলেন মহেন্দ্র সিংহ ধোনি। বলছেন, ভারতের স্পিনার কুলদীপ যাদব।
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে কুলদীপকে প্রশ্ন করা হয়, কখনও প্রাক্তন ভারত অধিনায়কের পরামর্শ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কি না। উত্তরে কুলদীপ বলেন, ‘‘অনেক সময়ই ধোনি ভুল পরামর্শ দেয়। কিন্তু সেটা তো ওকে বলা যায় না।’’ কুলদীপ আরও বলেছেন, ‘‘ধোনি খুব বেশি কথা বলে না। ওভার শেষ হওয়ার সময় যদি ওর মনে হয় পরামর্শ দেওয়া প্রয়োজন, তখনই মতামত জানায়।’’
এ দিকে, ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে আবার বলছেন ধোনির পরামর্শ বিশ্বকাপে অধিনায়ক বিরাট কোহালিকে অনেক সাহায্য করবে। ‘‘বিরাট খুব ভাল নেতা। সবার মধ্যেই আলাদা গুণ রয়েছে। মাহি ভাইয়ের (ধোনি) অন্য রকম নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। বিরাট নিশ্চিত ভাবে সমর্থন এবং পরামর্শ পাবে মাহি ভাইয়ের থেকে। এত সিনিয়র ক্রিকেটার মাহি ভাই, তা ছাড়া উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলানোয় গোটা মাঠের ফিল্ডিং সাজাতে সাহায্য করতে পারে এবং বোলারদের পরামর্শ দিতে পারে কোন লেংথে বল করতে হবে,’’ বলেন রাহানে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহিন্দর অমরনাথ আবার মনে করছেন, বিরাট কোহালির দলের দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে বিশ্বকাপে ভাল কিছু করার। শুধু ঠিক সময়ে ঠিক খেলাটা খেলতে হবে তাঁদের। ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ মোহিন্দর বলেছেন, ‘‘আমাদের দক্ষতা আছে, আমাদের হাতে উপযুক্ত ক্রিকেটার আছে যাদের অভিজ্ঞতাও প্রচুর। এ বার আসল জায়গায় ঠিক মতো খেলতে হবে।’’
ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল মোহিন্দরের অলরাউন্ড দক্ষতা। এ বারও ভারতের ভরসা হয়ে উঠতে পারে এক জন অলরাউন্ডার। তিনি হার্দিক পাণ্ড্য। আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন হার্দিক। মোহিন্দর অবশ্য মনে করেন, বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে। মোহিন্দর বলেছেন, ‘‘আইপিএলের পারফরম্যান্সের সঙ্গে বিশ্বকাপের তুলনা করলে চলবে না। আইপিএল অন্য ফর্ম্যাটের ক্রিকেট। বিশ্বকাপ অন্য ফর্ম্যাটের। হার্দিকের বয়স অল্প। যত সময় যাবে ও তত শিখবে। কিন্তু একটা কথা বলতেই হবে, হার্দিককে প্রমাণ করতে হবে ৫০ ওভারের ক্রিকেটেও ও এক জন সত্যিকারের অলরাউন্ডার। আমি জানি, ওর ক্ষমতা আছে কাজটা ঠিকঠাক করার। কিন্তু পরিস্থিতি অনুযায়ী খেলাও একটা বড় ব্যাপার।’’
মোহিন্দর মনে করেন, আসন্ন বিশ্বকাপে যশপ্রীত বুমরা বড় পার্থক্য গড়ে দিতে পারেন। ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেছেন, ‘‘বুমরা দুর্দান্ত বোলার। ওর ব্যতিক্রমী অ্যাকশনের জন্য ব্যাটসম্যানরা সমস্যায় পড়ে যায়। ভারতকে সাফল্য পেতে গেলে বুমরার দিকে তাকিয়ে থাকতে হবে। ওকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।’’ এর পরে মোহিন্দর যোগ করেছেন, ‘‘বুমরাকে সুস্থ থাকতে হবে পুরো প্রতিযোগিতায়। এই ব্যাপারটার উপরে ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করে থাকবে।’’