কেন উইলিয়ামসন। ফাইল ছবি
টি২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান। তবে পাকিস্তান সেই সিরিজে পুরো দল নিয়ে নামলেও, নিউজিল্যান্ড খেলবে ভাঙাচোরা দল নিয়ে। কারণ অধিনায়ক কেন উইলিয়ামসন-সহ তাঁদের দলের আট ক্রিকেটার সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলতে ব্যস্ত থাকবেন। সে দেশের বোর্ডও এই সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে।
এতেই প্রবল চটেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক। তাঁর দাবি, ক্রিকেটাররা এখন ব্যক্তিগত লিগকে বেশি গুরুত্ব দেন। আইসিসি-ও তাতে মদত দিচ্ছে।
নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, “পাকিস্তান যেখানে যাচ্ছে সেই দেশের মূল ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে না। সামনেই নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু নিউজিল্যান্ডের আট ক্রিকেটার আইপিএল খেলবে বলে নাম তুলে নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সফরে কোভিডের কারণে প্রথম সারির ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগ পায়নি পাকিস্তানের ক্রিকেটাররা।”
প্রবল চটেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক। তাঁর দাবি, ক্রিকেটাররা এখন ব্যক্তিগত লিগকে বেশি গুরুত্ব দেন। আইসিসি-ও তাতে মদত দিচ্ছে।
ইনজামামের সংযোজন, “পাকিস্তান ঠিক করে অনুশীলনই করতে পারছে না। কারণ তারা আসল ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে না। আইসিসি কী করছে? কী বার্তা তারা দিচ্ছে গোটা বিশ্বকে? ওরা কি ঘুমিয়ে রয়েছে? চোখের সামনে দেখা যাচ্ছে ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচের বদলে ব্যক্তিগত লিগকে গুরুত্ব দিচ্ছে। তা সত্ত্বেও আইসিসি কিছু করছে না। এতে আন্তর্জাতিক ক্রিকেটের মান পড়ছে।”