ফাইল চিত্র।
অপেক্ষার অবসান। শুক্রবার ইস্টবেঙ্গলকে ক্রীড়া স্বত্ব (স্পোর্টিং রাইটস) ফিরিয়ে দিল লগ্নিকারী সংস্থা। এই সংস্থার সঙ্গে বিচ্ছেদও কার্যত সম্পূর্ণ হয়ে গেল।
সঙ্গে সঙ্গেই আইএসএলে খেলার প্রস্তুতি আরও জোর কদমে শুরু করে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা। শুক্রবারই কার্যকরী কমিটির বৈঠক করে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে লাল-হলুদ শিবিরে। শুক্রবার বিকেলে ক্রীড়া স্বত্ব ফেরত পাওয়ার পরেই চর্চা শুরু হয়ে গিয়েছে, ইস্টবেঙ্গলের নতুন স্পনসর কে হবে তা নিয়ে। ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার সভার পরে বললেন, ‘‘স্পোর্টিং রাইটস পেয়ে গিয়েছি। বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন। নিশ্চয়ই ভাল কিছু ব্যবস্থাই হবে। আইএসএলে ইস্টবেঙ্গল খেলবে।’’
তিনি আরও বলেন, ‘‘স্পোর্টিং রাইটস ফিরে পাওয়া নিয়ে কোনও দিনই লগ্নিকারী সংস্থার সঙ্গে আমাদের লড়াই ছিল না। যারা এই বিভেদ তৈরি করার চেষ্টা করেছে, তাদের বলতে চাই, প্রথম দিন থেকেই বলেছিলাম স্পোর্টিং রাইটস পেতে কোনও সমস্যা হবে না। কিছু আইনি জটিলতা ছিল বলেই সময় লাগছিল।’’ তাঁকে ই-মেলে শুভেচ্ছাও জানিয়েছেন লগ্নিকারী সংস্থার প্রধান অজিত আইজ্যাক। লিখেছেন, ‘‘ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। ক্লাবের নতুন অধ্যায়ের সূচনায় সব সময়ই শুভাকাঙ্খী হিসেবে থাকব।’’