WTC 2023-25

মেলবোর্নে হারলেও টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার আশা থাকবে রোহিতদের! কী ভাবে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে আছেন রোহিতেরা। স্বভাবতই ভারতের কাজটা বেশ কঠিন। তবে অসম্ভব নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৫
Share:

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট ড্র হলে বা রোহিত শর্মারা হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা থাকবে ভারতের। মেলবোর্নে জিততে না পারলে ভারতীয় দলকে তাকিয়ে থাকতে হবে অন্য দু’টি সিরিজ়ের ফলাফলের দিকে। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও টানা তৃতীয় বার টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলতেই পারে ভারত।

Advertisement

অস্ট্রেলিয়াকে শেষ দু’টি টেস্টে হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সরাসরি উঠে যাবেন রোহিতেরা। অন্য সিরিজ়ের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না তাঁদের। মেলবোর্নে পিছিয়ে থাকা ভারতের পক্ষে ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন বলে মনে করা হচ্ছে। ভারত চতুর্থ টেস্ট ড্র করতে পারলেও আশা থাকবে রোহিতদের। এমনকি মেলবোর্নে হেরে গেলেও ভারতের সুযোগ থাকবে। ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্ডার-গাওস্কর সিরিজ়ের পাশাপাশি চলছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের দুই টেস্টের সিরিজ়। বাকি থাকবে শুধু শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার দু’টেস্টের সিরিজ়।

মেলবোর্নে ড্র হলে এবং সিডনিতে সিরিজ়ের শেষ জিততে পারলে ফাইনালের দরজা খুলতে পারে ভারতের সামনে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে অন্তত একটি টেস্ট ড্র করতে হবে শ্রীলঙ্কাকে অথবা দক্ষিণ আফ্রিকাকে সিরিজ় হারতে হবে পাকিস্তানের কাছে।

Advertisement

মেলবোর্নে ভারত হেরে গেলে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়বেন রোহিতেরা। সে ক্ষেত্রে সিডনিতে জিততেই হবে ভারতীয় দলকে। তা হলে সিরিজ় শেষ হবে ২-২ ফলে। তখন ভারতের ফাইনাল খেলা নির্ভর করবে শ্রীলঙ্কা এবং পাকিস্তনের উপর। অস্ট্রেলিয়াকে সিরিজ় হারতে হবে শ্রীলঙ্কার কাছে অথবা পাকিস্তানকে ২-০ ব্যবধানে জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আবার বর্ডার-গাওস্কর ট্রফি ১-১ ফলে শেষ হলেও সুযোগ থাকবে রোহিতদের। তখন শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে সিরিজ় জিততে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অথবা দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। তবে বর্ডার-গাওস্কর ট্রফিতে হেরে গেলে ভারতের কোনও আশা থাকবে না।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন টেম্বা বাভুমারা। দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্সেরা। তৃতীয় স্থানে আছেন রোহিতেরা। প্রথম দু’টি দল ফাইনাল খেলার সুযোগ পাবে। স্বভাবতই ভারতের কাজটা কঠিন। তবে অসম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement