Tokyo Paralympics 2020

Paralympics 2020: বিশ্বরেকর্ড করে জ্যাভলিনের সোনার সংসারে সুমিত, দ্বিতীয় সোনা প্যারালিম্পিক্সে

সুমিতের হাত ধরে প্যারালিম্পিক্সে সপ্তম পদক পেল ভারত। ৬৮.৮৫ মিটার জ্যাভলিন ছুড়ে এফ ৬৪ বিভাগে সোনা জেতেন সুমিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ১৬:৫০
Share:

সুমিত আন্তিল টুইটার

প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল। এফ ৬৪ বিভাগে সোনা জিতে নিয়েছেন ভারতের এই প্যারালিম্পিয়ান। সুমিতের হাত ধরে প্যারালিম্পিক্সে সপ্তম পদক পেল ভারত। ৬৮.৮৫ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন সুমিত।

Advertisement

সোমবার টোকিয়োতে নিজেই রেকর্ড গড়েছেন আবার নিজেই সেই রেকর্ড ভেঙেছেন সুমিত। ৬৬.৯৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে প্রথম রাউন্ডের প্রথম থ্রোতেই বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। এর পর নিজেই নিজেকে ছাপিয়ে যান। ৬৮.০৮ মিটার দূরে গিয়ে পড়ে তাঁর জ্যাভলিন। তৃতীয় ও চতুর্থ থ্রো ৬৫.২৭ মিটার ও ৬৬.৭১ মিটার দূরে গিয়ে পড়ে তাঁর জ্যাভলিন। পঞ্চম থ্রোতে ৬৬.৮৫ মিটার দূরে যায় তাঁর জ্যাভলিন। তাতে যদিও সোনা জিততে কোনও অসুবিধা হয়নি সুমিতের।

Advertisement

এই বিভাগে রুপো জিতেছেন অস্ট্রেলিয়ার মাইকেল বুরেন। ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার দুলান কোডিথুওয়াকু। এই ইভেন্টে ছিলেন ভারতের আরও এক প্রতিযোগী সন্দীপ চৌধুরি। তবে পদক পাননি তিনি। চতুর্থ স্থানে শেষ করেছেন সন্দীপ। ৬২.২০ মিটার ছুড়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement