ভিনেশ ফোগাট টুইটার
অলিম্পিক্সে বরাবরই পদকের জন্য কুস্তিগিরদের দিকে তাকিয়ে থাকতে হয়েছে ভারতকে। বেশ কিছু অলিম্পিক্সে একাধিক পদক জিতেছেন ভারতীয়রা। এবারও সেই প্রত্যাশা রয়েছে ভারতের কুস্তিগিরদের কাছ থেকে। ৫৩ কেজি মহিলাদের বিভাগে শীর্ষ বাছাই হয়েছেন ভিনেশ ফোগাট। তবে শুধু তিনিই নন বাছাই নির্বাচিত হয়েছেন বজরং পুনিয়া, দিপক পুনিয়া ও রবি কুমার।
এই বছরে সব কটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতেছেন ভিনেশ। সেই কারণেই এক নম্বর বাছাই হিসেবে নির্বাচিত হয়েছেন এই ভারতীয় কুস্তিগির। দ্বিতীয় বাছাই নির্বাচিত হয়েছেন জাপানের মায়ু মুকাইদা।
৬৫ কেজি পুরুষদের বিভাগে বজরং ও ৮৬ কেজি বিভাগে দীপক দুজনেই দ্বিতীয় বাছাই হিসেবে নির্বাচিত হয়েছেন টোকিয়ো অলিম্পিক্সে। পুরুষদের ৬৫ কেজি বিভাগে প্রথম বাছাই রাশিয়ার রাশিডভ গাডঝিমুরাড। ৫৭ কেজি বিভাগে প্রথম বাছাই সার্বিয়ার স্টিভেন মিচরিচ। ৮৬ কেজি বিভাগে শীর্ষবাছাই ইরানের ইয়াজ দানিচারাতি।