রীতিকা হুডা। —ফাইল চিত্র।
যে সময় অলিম্পিক্সের প্রস্তুতিতে মগ্ন থাকার কথা রীতিকা হুডার, সেই সময় তাঁর চিন্তা কোচের ভিসা নিয়ে। হরিয়ানার কুস্তিগিরের কোচ মনদীপ প্যারিস অলিম্পিক্সে যাওয়ার ভিসা এখনও পাননি। ভারতের অলিম্পিক্স সংস্থার (আইওএ) কর্তাদের কাছে অনুরোধ করা হয়েছে তাঁর ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
৭৬ কেজি বিভাগে রীতিকাই প্রথম ভারতীয়, যিনি অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছেন। অনূর্ধ্ব-২৩ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ভারতীয় মহিলাদের মধ্যে সেই কীর্তিও প্রথম গড়েছিলেন রীতিকা। গত মে মাসে তিনি আইওএ-র কাছে আবেদন করেছিলেন তাঁর কোচ এবং ফিজিয়োকে প্যারিস যাওয়ার ছাড়পত্র দেওয়ার জন্য। জুন মাসে ভারতের কুস্তি সংস্থার কাছেও একই আবেদন করেছিলেন রীতিকা।
রীতিকার কোচ ছাড়পত্র না পেলেও ভারতের পাঁচ জন কুস্তিগিরের কোচ নাকি ভিসা পেয়ে গিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই-কে রীতিকা বলেন, “আমি অবাক। সকলে ব্যক্তিগত কোচ নিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছে। অন্তিম পঙ্ঘলকে দু’জন কোচ নিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু আমার কোচকে ছাড়পত্র দেওয়া হয়নি। আমি আবেদন করার পর বলা হয়েছিল যে, কোনও ব্যক্তিগত কোচকে প্যারিস যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে না। কিন্তু এখন দেখছি আমি ছাড়া সকলকে ব্যক্তিগত কোচ নিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।”
বিনেশ ফোগটের সঙ্গে যাবেন তাঁর বেলজিয়ান কোচ ওলার আকস। অন্তিমের সঙ্গে থাকবেন তাঁর দুই কোচ ভগৎ সিংহ এবং বিকাশ। অংশু মালিকের সঙ্গে ব্যক্তিগত কোচ হিসাবে যাবেন তাঁর বাবা ধরমবীর। নিশা দাহিয়ার সঙ্গে যাবেন তাঁর কোচ আমির। ভারতের এক মাত্র পুরুষ কুস্তিগির আমন সেহরাওয়াতের সঙ্গে যাবেন কোচ আলি শাবানভ। অলিম্পিক্সে ৫ অগস্ট থেকে শুরু হবে কুস্তি প্রতিযোগিতা।
রীতিকা বলেন, “কিছু দিনের মধ্যেই প্রতিযোগিতা। এখন অনুশীলন করার কথা আমার। প্রস্তুতিতেই মনোযোগ দেওয়ার কথা। কিন্তু আমার সারা দিন কাটছে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। আমি পিটি ঊষা ম্যাডামের সঙ্গেও কথা বলেছি। সিইও রঘুরাম আইয়ারের সঙ্গে কথা বলেছি। সকলেই বলছেন, চেষ্টা করবেন।”
আইওএ সভাপতি পিটি ঊষার অফিসের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে, তারা রীতিকার কোনও আবেদন পাননি। রীতিকাকে সে কথা নাকি জানানো হয়েছে। অফিসের পক্ষ থেকে অজয় নারাং বলেন, “আমরা রীতিকাকে বলেছি কোচের জন্য ভিসার আবেদন করতে। ফরাসি দূতাবাসকে আবেদন করব, যাতে সেই ভিসা দেওয়া হয়।” কিন্তু আইওএ এখনও কোনও সুপারিশ করেনি। সেই সুপারিশ ছাড়া ভিসা পাওয়া যাবে না।