হরমনপ্রীত কৌর টুইটার
মহিলাদের আইপিএল আয়োজনের জন্য সওয়াল করলেন ভারতের মহিলা টি২০ দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচের পর এই দাবি করেন হরমনপ্রীত।
হরমনপ্রীতের মতে, মহিলাদের আইপিএল হলে লাভবান হবেন ভারতের মহিলা ক্রিকেটাররা। তিনি বলেন, ‘‘বিশ্বকাপের আগে আমাদের ভাল খেলতে হবে। তবে মহিলাদের আইপিএল হলে আমাদের আরও বেশি সুবিধা হবে।’’
দ্বিতীয় টি২০ ম্যাচে রান তাড়া করতে নেমে একটা সময় ৭১ রানে ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে জয়ের রাস্তা দেখান তাহিলা ম্যাকগ্রা। ৩৩ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। হরমনপ্রীত মনে করেন, এটা সম্ভব হয়েছে ম্যাকগ্রা মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলায়। ভারতের অধিনায়িকা বলেন, ‘‘মেয়েদের বিগ ব্যাশ লিগের জন্যই ম্যাকগ্রা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছে। আমাদের দলে বেশ কিছু ক্রিকেটারের এই রকম অভিজ্ঞতা নেই। যেমন রেনুকা সিংহ। ও ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও এখনও অভিজ্ঞ নয়। তবুও প্রথম দুটি ওভার ভাল বল করেছে। মহিলাদের আইপিএল হলে নতুনদের জন্য খুব সুবিধা হবে। নতুন ক্রিকেটার উঠে মহিলাদের আইপিএল না হলেও ভারতীয় দলের আট জন বিগ ব্যাশ লিগে খেলবেন।
আইপিএল-এর উদাহরণ তুলে ধরে হরমনপ্রীত আরও বলেন, ‘‘আইপিএল-এ ৪০-৫০ টা ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামলে অনেক পরিণত হয়ে খেলা যায়। সেই সুযোগটা মহিলাদের ক্রিকেটে পাওয়া যাচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি না খেলেই তারা আন্তর্জাতিক ক্রিকেটে নেমে পড়ায় সমস্যা হচ্ছে।’’