বীরেন্দ্র সহবাগ টুইটার
পরের বছর আইপিএল-এ হয়ত এক সঙ্গে খেলতে দেখা যাবে না রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবদের। পরের মরসুমের জন্য আইপিএল-এর যে নিলাম হবে সেখানে হয়ত তিন ক্রিকেটারকে রেখে দিতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স। বীরেন্দ্র সহবাগ মনে করেন, পরের মরসুমে মুম্বই দলে হার্দিকের জায়গা হবে না।
ভারতের প্রাক্তন ওপেনার বলেন, ‘‘হার্দিক যদি বল করতে না পারে তবে খুব বেশি দর পাবে না। চোটই এর বড় একটা কারণ। সবাই ওকে নেওয়ার আগে দু’বার ভাববে।’’
পিঠে অস্ত্রোপচারের পর থেকে কোনও ম্যাচে বল করেননি হার্দিক। আর এটাই সমস্যায় ফেলতে পারে ভারতের এই অলরাউন্ডারকে। সহবাগ বলেন, ‘‘ও যদি নিজেকে সুস্থ ঘোষণা করে বল করতে শুরু করে, তখন দলগুলো ওকে নিয়ে আগ্রহী হবে।’’
কোন তিন ক্রিকেটারকে মুম্বই রেখে দিতে পারে, তাও বেছে দিয়েছেন সহবাগ। তিনি বলেন, ‘‘ঈশান কিশন, রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাকে দলে রাখতে পারে মুম্বই। ঈশান তরুণ, দীর্ঘদিন ও দলকে সাহায্য করতে পারবে। সে জন্যই আমার মনে হয় হার্দিকের থেকে এগিয়ে থাকবে ও।’’
নতুন মরসুমে নিলামের নিয়ম এখনও জানায়নি বিসিসিআই। তবে মনে করা হচ্ছে তিনজন ক্রিকেটারকে রাখে দেওয়ার অনুমতি পাবে দলগুলি। ফলে অন্য দলগুলির মত মুম্বই দলও ভেঙে যেতে পারে।