Harmanpreet Kaur

Indian Women Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলেও শাস্তির মুখে পড়তে হল হরমনপ্রীতদের

মন্থর বোলিং করে সমস্যায় পড়লেন হরমনপ্রীতরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৭:৩৭
Share:

সিরিজে সমতা ফিরিয়েও সমস্যায় ভারতের মহিলারা টুইটার

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে জয় পেলেও শাস্তির মুখে পড়তে হল ভারতের মহিলা ক্রিকেট দলকে। মন্থর বোলিংয়ের জন্য জরিমানা হল হরমনপ্রীত কৌরদের। দলের সকল সদস্যের ম্যাচ পারিশ্রমিকের ২০ শতাংশ জরিমানা করা হয়।

Advertisement

নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছিল ভারতীয় দল। অধিনায়িকা হরমনপ্রীত এই শাস্তি মেনে নেওয়ায় নতুন করে এই ব্যাপারে শুনানির প্রয়োজন হয়নি। আইসিসি-র ২.২২ ধারা অনুসারে শাস্তি হয় ভারতীয় দলের।

মাঠে থাকা দুই আম্পায়ার ইয়ান ব্ল্যাকওয়েল ও পল বোল্ডউইন এবং তৃতীয় আম্পায়ার সুই রেনফোর্ডের রিপোর্টের ভিত্তিতে শাস্তি হয় ভারতীয় দলের।

Advertisement

ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হলেও দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। জবাবে ১৪০ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

শাস্তির মুখে ভারতের মেয়েরা টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement