Cricket

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে মহম্মদ সিরাজ, ফিরলেন রাহুলও

করোনা-পরিস্থিতির মধ্যেই নভেম্বর থেকে শুরু বিরাট কোহালিদের অস্ট্রেলিয়া সফর। ওডিআই এবং টি-টোয়েন্টি ছাড়াও অজি সফরে ৪টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য টেস্ট দলে কারা এলেন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ২১:০০
Share:
০১ ১৯

করোনা-পরিস্থিতির মধ্যেই নভেম্বর থেকে শুরু বিরাট কোহালিদের অস্ট্রেলিয়া সফর। ওডিআই এবং টি-টোয়েন্টি ছাড়াও অজি সফরে ৪টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য টেস্ট দলে কারা এলেন?

০২ ১৯

লোকেশ রাহুল: টেস্টে শুরুটা ভাল করলেও খারাপ ফর্মের জন্য বাদ পড়েছিলেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে ফের টেস্ট দলে ফিরলেন লোকেশ রাহুল।

Advertisement
০৩ ১৯

ময়াঙ্ক আগরওয়াল: আইপিএলের শর্টার ফরম্যাট হোক বা টেস্টের ধ্রুপদী স্টাইল—সবেতেই স্বচ্ছন্দ ময়াঙ্কের ব্যাট। এখনও পর্যন্ত মাত্র ১১টা টেস্ট খেললেও ক্রিকেট-পণ্ডিতদের নজরে উঠে এসেছেন তিনি। ৫৭.২৯ গড়ে ৯৭৪ টেস্ট রানের মধ্যে রয়েছে ৩টে সেঞ্চুরি এবং ৪টে হাফ-সেঞ্চুরি। ওপেনার হিসেবে অজি পেসারদের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে ভরসা দিতে পারেন ময়াঙ্ক।

০৪ ১৯

শুভমান গিল: এখনও টেস্ট অভিষেক হয়নি। তবে তাঁকে অনেকেই ভবিষ্যতের তারকা বলতে শুরু করেছেন এখনই। অজি সিরিজে তাঁকে দলে রাখলেন নির্বাচকরা।

০৫ ১৯

পৃথ্বী শ: দীর্ঘ অজি সফরে টিম ইন্ডিয়ায় তৃতীয় ওপেনার হিসাবে দলে এলেন পৃথ্বী শ। তাঁর প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও ফিল্ডিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে অজি সফরে তাঁর সমালোচকদের জবাব দিতে পারে পৃথ্বীর চওড়া ব্যাট। বছর দুয়েক আগে ওয়ার্ম-আপ ম্যাচে চোট পেয়ে অজিদের বিরুদ্ধে টেস্ট খেলা থেকে বঞ্চিত হয়েছিলেন। এ বার তা সুদে-আসলে মিটিয়ে নিতে পারেন পৃথ্বী।

০৬ ১৯

চেতেশ্বর পূজারা: ৩ নম্বরে বরাবরই টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা। এখনও পর্যন্ত ১৮টি টেস্ট সেঞ্চুরির মালিক পূজারা গত অস্ট্রেলিয়া সফরে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন। আসন্ন অজি সফরে মজবুত ভিত গড়তে ফের এক বার পূজারার উপরেই আস্থা রাখতে হবে টিম ইন্ডিয়াকে।

০৭ ১৯

বিরাট কোহালি (অধিনায়ক): প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়ার পিচে টিম ইন্ডিয়ার টেস্ট দলের দায়িত্বে থাকছেন বিরাট কোহালি। আসন্ন সিরিজে আগ্রাসী মনোভাবের সঙ্গে অজি পিচে খেলার আগেকার অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইবেন ক্যাপ্টেন কোহালি। স্মিথ-ওয়ার্নারদের দেশে আসন্ন টেস্ট সিরিজ জিততেও মুখিয়ে থাকবেন তিনি।

০৮ ১৯

অজিঙ্কে রাহানে: বিদেশের মাটিতে বার বার নিজেকে প্রমাণ করলেও এই মুহূর্তে একেবারেই ফর্মে নেই অজিঙ্কে। তবে অজি সফরের চ্যালেঞ্জের মোকাবিলা করতে অজিঙ্কে কোহালিদের তুরুপের তাস হয়ে উঠতেও পারেন।

০৯ ১৯

হনুমা বিহারী: পৃথ্বী শ’য়ের চোটের ফলে গত অজি সফরে জায়গা করে নিলেও বিশেষ সুবিধা করতে পারেননি হনুমা বিহারী। তবে নির্বাচকেরা ফের এক বার তাঁর উপরেই ভরসা রাখলেন।

১০ ১৯

ঋদ্ধিমান সাহা: টিম ইন্ডিয়ায় জায়গা পেলেও চোটের জন্য তা পাকা করতে পারেননি ঋদ্ধি। তবে মহেন্দ্র সিংহ ধোনির অবসরের পর দেশের সেরা উইকেটকিপার হিসেবে দ্বিমত নেই কারও। দীর্ঘ অজি সফরেও ঋদ্ধির কিপিং ভরসা দেবে বলেই আশা নির্বাচকদের।

১১ ১৯

ঋষভ পন্থ: ঋদ্ধিমান সাহার সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে এলেন ঋষভ। তাঁর টেস্ট ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠলেও ইতিমধ্যেই এই ফরম্যাটে ২টি সেঞ্চুরি করে ফেলেছেন ঋষভ। টেস্টে ফের এক বার নিজেকে প্রমাণের সুযোগ পেলেন তিনি।

১২ ১৯

রবিচন্দ্রন অশ্বিন: স্টিভ স্মিথ বা ডেভিড ওয়ার্নারদের মোকাবিলা করতে ভারতের হয়ে বড় বাজি হতে পারেন অশ্বিন। ৭১ টেস্টে ৩৬৫ উইকেটের মালিক অজি পিচেও বিধ্বংসী হয়ে উঠতে পারেন।

১৩ ১৯

রবীন্দ্র জাডেজা: অশ্বিনের সঙ্গী হিসেবে রবীন্দ্র জাডেজার উপরে আস্থা রাখলেন নির্বাচকেরা। বল হাতে রান আটকে রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও এনে দিতে পারেন। সেই সঙ্গে প্রয়োজনে লোয়ার অর্ডারে ব্যাট হাতেও যে কোনও সময় ভেল্কি দেখাতে পারেন জাডেজা।

১৪ ১৯

কুলদীপ যাদব: অশ্বিনের সঙ্গী হিসেবে অজি পিচে কামাল করতে পারেন কুলদীপ যাদব। বাঁ-হাতি চায়নাম্যানের গুগলিতে কুপোকাত হতে পারেন স্মিথ-ওয়ার্নাররা।

১৫ ১৯

যশপ্রীত বুমরা: আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ৯ নম্বরে রয়েছেন তিনি। তবে অজি সফরে টিম ইন্ডিয়ার পেস অ্যাটাকের অন্যতম প্রধান অস্ত্র হিসাবে মাঠে নামবেন বুমরা।

১৬ ১৯

মহম্মদ শামি: যশপ্রীত বুমরার পাশাপাশি অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে ধারালো হয়ে উঠতে পারে মহম্মদ শামির জুটি। আসন্ন সফরে অজিদের বধ করতে টিম ইন্ডিয়ার বড় অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি।

১৭ ১৯

নবদীপ সাইনি: অভিজ্ঞতায় খামতি থাকলেও নবদীপ সাইনির উপরে ভরসা রেখেছেন নির্বাচকেরা। টিম ইন্ডিয়ার পেস অ্যাটাকে বৈচিত্র আনতে সাইনির গতিও কাজে লাগতে পারে বলেও মনে করেন অনেকে।

১৮ ১৯

উমেশ যাদব: শামি-বুমরাদের সঙ্গী তৃতীয় পেসার হিসাবে মাঠে নামতে পারেন উমেশ যাদব।

১৯ ১৯

মহম্মদ সিরাজ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কালো ঘোড়া হতে পারেন মহম্মদ সিরাজ। প্রথম একাদশে জায়গা পেলে অজি ব্যাটসম্যানদের চিন্তায় ফেলতে পারেন বলেও মনে করছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement