Ravindra Jadeja

বিপজ্জনক এলগারকে ফিরিয়ে জাডেজার নতুন কীর্তি

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিন উইকেট তুলে নিয়ে ভারত সুবিধাজনক অবস্থায় ছিল। তৃতীয় দিনের সকালে ইশান্ত শর্মা ফেরান বাভুমাকে।

Advertisement

সংবাদ সংস্থা

বিশাখাপত্তনম শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ১৮:৩৭
Share:

জাডেজার নজির বিশাখাপত্তনমে। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ থেকে।

নজির গড়লেন ভারতের বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। শুক্রবার ২০০ তম টেস্ট উইকেটের মালিক হলেন তিনি। দ্রুততম বাঁ হাতি বোলার হিসেবে জাডেজা এই রেকর্ড গড়েন বিশাখাপত্তনমে। ৪৪ তম ম্যাচে ২০০টি উইকেটের মালিক হলেন জাডেজা। শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ ৪৭তম টেস্ট থেকে ২০০টি উইকেট নিয়েছিলেন। তাঁকে এ দিন ছাপিয়ে গেলেন ভারতের বাঁ হাতি স্পিনার।

Advertisement

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিন উইকেট তুলে নিয়ে ভারত সুবিধাজনক অবস্থায় ছিল। তৃতীয় দিনের সকালে ইশান্ত শর্মা ফেরান বাভুমাকে। তার পরে সবাই ধরেই নিয়েছিলেন ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়বে দক্ষিণ আফ্রিকার ইনিংস। কিন্তু, গতদিনের অপরাজিত ব্যাটসম্যান এলগার প্রোটিয়াদের লড়াইয়ে ফেরান। পরে কুইন্টন ডি’ কক এগিয়ে নিয়ে যান দক্ষিণ আফ্রিকাকে।

এলগার অবশ্য আগেই ফিরতে পারতেন। জাডেজার বলে তাঁর ক্যাচ ফেলে দেন ভারতের উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। বাংলার উইকেট কিপার সেই ক্যাচটি ধরতে পারলে আরও আগেই জাডেজার ২০০টি উইকেট হয়ে যেত। শেষ পর্যন্ত এলগার ১৬০ রান করেন। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি ওপেনার এলগারই জাডেজার ২০০ তম শিকার। স্কোয়্যার লেগ বাউন্ডারিতে চেতেশ্বর পূজারা প্রোটিয়া ওপেনারের ক্যাচটি ধরেন।

Advertisement

আরও পড়ুন: এলগার-ডি’ ককের জোড়া শতরানে নিজেদের গুছিয়ে নিল দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন ৪৯টি ম্যাচে ২০০টি উইকেট নিয়েছিলেন। মিচেল স্টার্ক ৫০টি ম্যাচে এই মাইলফলকে পৌঁছন। ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনার বিষেণ সিংহ বেদী এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম ৫১টি ম্যাচে ২০০টি উইকেট নিয়েছিলেন। জাডেজা সবাইকে ছাপিয়ে গেলেন বিশাখাপত্তনমে।

আরও পড়ুন: অভিষেক টেস্টে ভাজ্জিকে ‘বাঁচিয়েছিলেন’ আজহার, ২১ বছর আগের স্মৃতিতে ডুব দিলেন হরভজন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement