৫০ মিটার রাইফেল থ্রি পজিশন বিভাগে সোনা জেতেন ঐশ্বরি তোমার। ছবি: পিটিআই
শ্যুটিং বিশ্বকাপে ফের সোনা ভারতের। শনিবার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন বিভাগে সোনা জেতেন ঐশ্বরি তোমার। ২১ বছরের তরুণ শ্যুটার এর আগে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।
শ্যুটিং বিশ্বকাপে এটি ঐশ্বরির দ্বিতীয় সোনা। এর আগে নয়াদিল্লিতে সোনা জিতেছিলেন তিনি। এ বারের বিশ্বকাপে ভারতের চতুর্থ সোনা এল ঐশ্বরির হাত ধরে। পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ইতিমধ্যেই ভারতীয় শ্যুটাররা জিতে নিয়েছেন ন’টি পদক। এর মধ্যে রয়েছে চারটি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ।
এই ইভেন্টে ভারতের আরও এক শ্যুটার ছিলেন। চয়ন সিংহ শেষ করেন সপ্তম স্থানে। ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু ভাকের চতুর্থ স্থানে শেষ করেন। অল্পের জন্য পদক হারান তিনি। ২০১৯ বিশ্বকাপে সোনা জিতেছিলেন মনু।
মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন বিভাগে ফাইনালে উঠেছেন অঞ্জুম মৌদগিল। ২০১৮ বিশ্বকাপে রুপো পেয়েছিলেন তিনি।