—প্রতীকী ছবি
কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেলে পাড়ি দিলেন ৩০ জন। এঁরা সবাই প্যারা সাইক্লিস্ট বা প্রতিবন্ধী সাইক্লিস্ট।
এই ৩০ জনের দলের নেতৃত্বে ছিলেন ভারতের প্রথম আন্তর্জাতিক পদকজয়ী প্যারাসাইক্লিস্ট আদিত্য মেহতা। সঙ্গে ছিলেন ভারতের প্যারা সাইক্লিস্ট দলের সদস্যরা। মোট ৪৫ দিনের যাত্রাপথে তাঁরা কখনও পেয়েছেন প্রবল ঠাণ্ডা, দুর্গম পথ এবং এর সঙ্গে ছিল কোভিডের জন্য তৈরি হওয়া নানা প্রতিকূল পরিস্থিতি।
‘ইনফিনিটি রাইড কে২কে ২০২০’ নামে এই সাইকেল যাত্রার উদ্দেশ্য ছিল সারা দেশে প্যারা স্পোর্টস নিয়ে সচেতনতা তৈরি করা এবং তার জন্য অর্থ সংগ্রহ করা। কাশ্মীর থেকে ১৯ নভেম্বর তাঁদের যাত্রা শুরু হয়ে ৪৫ দিন পরে শেষ হয় কন্যাকুমারীতে।
আরও খবর: অনুশীলন শুরু রোহিতের, ফিল্ডিংয়ের ছবি সাড়া ফেলল নেটদুনিয়ায়
দেশের মোট ৩৬টি শহর পরিক্রমা করে তাঁরা যাত্রা শেষ করেন ঐতিহাসিক বিবেকানন্দ রক মেমোরিয়ালে। সেখানে তাঁদের স্বাগত জানান ডিফেন্স অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস।