সুনীলদের নজরদারিতে মোবাইল অ্যাপ

মোবাইল অ্যাপের মাধ্যমে জাতীয় দলের ফুটবলারদের ওপর নজরদারি চালাচ্ছেন স্টিভন কনস্ট্যান্টাইন! সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সাঁধু’রা রাতে কত ঘণ্টা ঘুমিয়েছেন।

Advertisement

শুভজিৎ মজুমদার

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৭
Share:

ড্যানিয়েল ডেগান। ভারতীয় ফুটবল দলের ক্রীড়াবিজ্ঞানী।

মোবাইল অ্যাপের মাধ্যমে জাতীয় দলের ফুটবলারদের ওপর নজরদারি চালাচ্ছেন স্টিভন কনস্ট্যান্টাইন!

Advertisement

সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সাঁধু’রা রাতে কত ঘণ্টা ঘুমিয়েছেন। অথবা ট্রেনিং করতে গিয়ে তাঁদের কোনও সমস্যা হচ্ছে কি না— যাবতীয় তথ্য এখন পৌঁছে যাচ্ছে ভারতীয় ফুটবল দলের ক্রীড়াবিজ্ঞানী ড্যানিয়েল ডে’গানের কাছে। তিনি স্টিভনের সঙ্গে আলোচনা করে আবার প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন ফুটবলারদের।

সপ্তাহ দু’য়েক আগে ড্যানিয়েলের নির্দেশেই জাতীয় দলের ফুটবলাররা তাঁদের মোবাইলে ‘জোরা’ নামে একটি বিশেষ অ্যাপ ইনস্টল করেছেন। প্রত্যেকদিন এই অ্যাপের মাধ্যমে নিজেদের নম্বর দিচ্ছেন তাঁরা। এমনকী, চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া ফুটবলারকেও জানাতে হবে তাঁর সাম্প্রতিক অবস্থা।

Advertisement

জাতীয় দলের মিডফিল্ডার প্রণয় হালদার বললেন, ‘‘আমরাই নিজেদের মার্কশিট তৈরি করে ড্যানিয়েল’কে পাঠাচ্ছি।’’ কী ভাবে? সবুজ-মেরুন তারকা বললেন, ‘‘এক থেকে দশের মধ্যে নিজেদের নম্বর দিতে হবে। অনুশীলনে হয়তো দ্রুত ক্লান্ত হয়ে পড়ছি, সেক্ষেত্রে নিজেকে তিন নম্বর দিলাম। এ বার ড্যানিয়েল জানাবে কী ভাবে ট্রেনিং করতে হবে।’’

জাতীয় দলের আর এক ফুটবলার বললেন, ‘‘আমাদের খুব সুবিধে হয়েছে। আগে কোনও সমস্যা হলে ফোন বা ই-মেল করে ড্যানিয়েল’কে সমস্ত কিছু জানাতে হতো। এই অ্যাপ ব্যবহারের ফলে ওঁর পক্ষেও এখন আমাদের পরামর্শ দেওয়া সহজ হয়ে গিয়েছে।’’

ফুটবলারদের ওপর নজরদারির কারণ কী? ড্যানিয়েল বললেন, ‘‘সকলকে একসঙ্গে জাতীয় শিবিরে আমরা খুব বেশি দিন পাই না। কিন্তু সারা বছর ফুটবলারদের ফিটনেসের ওপর নজর রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওরা যখন জাতীয় দলের বাইরে থাকে।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘প্রত্যেকবার ওরা শিবিরে ফেরার পরে যদি ফিটনেস ট্রেনিংয়ের ওপরেই জোর দিতে হয়, তাহলে তো কোনও পরিকল্পনাই করা যাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement