অন্য-রূপে: চেন্নাইয়ের রাস্তায় দায়িত্ব সামলাচ্ছেন ইন্দুমতী। টুইটার
পোশাকটাই শুধু বদলে গিয়েছে তাঁর। দেশের আকাশী নীল জার্সি বদলে এখন তাঁকে চেন্নাইয়ের রাস্তায় দেখা যাচ্ছে পুলিশের খাকি উর্দিতে। গত বছর মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে মিডফিল্ড জেনারেল হয়ে সামলেছেন প্রতিপক্ষকে। হয়েছেন যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। লকডাউনে সেই মেয়েই সামলাচ্ছেন বাড়ির বাইরে বেরিয়ে পড়া মানুষকে। দেখছেন তাঁরা মুখাবরণ পরে বেরিয়েছেন কী না। রাস্তায় ঠায় দাঁড়িয়ে পরীক্ষা করছেন রাস্তায় বেরনো গাড়ির কাগজপত্র। কখনও করোনাভাইরাস আক্রান্ত রোগীর জন্য ডেকে দিচ্ছেন অ্যাম্বুল্যান্স। মুখাবরণ, হাতে গ্লাভস পরে নতুন চেহারায় রাস্তায় নেমে এই কাজ করতে পেরে নিজেকে গর্বিতই মনে করছেন ইন্দুমতী কাথিরেশন। চেন্নাইয়ের আন্নানগরে সহকর্মী পুলিশ অফিসারদের সঙ্গে নিজের কাজ সামলানোর ফাঁকে ভারতীয় সিনিয়র মহিলা দলের নির্ভরযোগ্য ফুটবলার বলেছেন, “দুটো কাজই তো দেশের জন্য। ফুটবল মাঠে দেশকে জেতাতে নামি। আর এখানে সরকারি নিয়ম মেনে মানুষ যাতে চলেন, নিজেরা সুস্থ থাকেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতেন, সেই কাজে সাহায্য করছি।” পুলিশের সাব ইনস্পেক্টর পদে কাজ করেন ইন্দুমতী। সকাল সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করতে হচ্ছে বালা দেবীদের সতীর্থকে।