Ravi Shastri

ভারতীয় দলে দুটো প্রথম একাদশ তৈরি করা যাবে: রবি শাস্ত্রী

দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা ছাড়াও সুযোগ পেলেই ভাল খেলছেন দলের বাইরে থাকা ক্রিকেটাররাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ১৫:১৬
Share:

রবি শাস্ত্রী ছবি টুইটার

দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম একাদশের নিয়মিত ক্রিকেটাররা ছাড়াও সুযোগ পেলেই ভাল খেলছেন দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। দলের কোচ রবি শাস্ত্রীও ভীষণ খুশি দলের খেলায়। দল নির্বাচন করতে সমস্যা হলেও তিনি বলেন, ‘‘খুব স্বাস্থ্যকর প্রতিযোগিতা হচ্ছে। এটা খুব ভাল কথা।’’

Advertisement

অক্ষর পটেলের প্রশংসাও করেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘বেশ কয়েক বছর ধরেই দলে রয়েছে ও। মাঝে চোট পেয়ে দলের বাইরে চলে গেলেও জাডেজা চোট পাওয়ায়, অক্ষর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছে।’’

বিয়ের প্রস্তুতির জন্য ছুটি নিয়েছেন যশপ্রীত বুমরা। মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ১৫ জনের দলে থাকলেও উমেশ যাদব সেভাবে সুযোগ পাচ্ছেন না। নটরাজন, শার্দূল ঠাকুররা সুযোগ পেয়ে অসাধারণ খেলেছেন।

Advertisement

তবে শুধু এঁরাই নন। ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন বাসিল থাম্পি, শিভম মাভি, খলিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণরা। ভারতীয় দলের কোচ বলেন, ‘‘কল্পনা করা যায় না কত জন ক্রিকেটার শেষ ছয় মাসে ভারতীয় দলে সুযোগ পেয়েছে। এটা অস্ট্রেলিয়া সফরে জৈব সুরক্ষা বলয়ের কারণে সম্ভব হয়েছে। আমরা সাধারণত সফর করি ১৭ থেকে ১৮ জন ক্রিকেটারকে নিয়ে। কিন্তু নিভৃতবাসের নিয়মের কারণে আমরা ২৫-৩০ জন ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। যার ফলে সেরা একাদশ বাছার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। সকলেই খেলার সুযোগ পায়। আমরাও বুঝতে পারি কারা ভাল খেলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement