Indian Arrows

আই লিগে অ্যারোজ টিমের প্রথম হোম গোয়া

২৫ ডিসেম্বর থেকে শুরু হবে ২০১৭-১৮ মরসুমের আই লিগ। আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের প্রথম ম্যাচ ২৯ নভেম্বর চেন্নাই সিটি এফসি-র বিপক্ষে। দ্বিতীয় হোম ম্যাচে অ্যারোজের প্রতিপক্ষ মিনার্ভা পঞ্জাব এফসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১৯:৫৫
Share:

অজানা কারণে আই লিগের শুরুতেই দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম পাচ্ছে না ইন্ডিয়ান অ্যারোজ। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের পরিবর্তে আই লিগের প্রথম দুই ম্যাচ গোয়ায় খেলবে ইন্ডিয়ান অ্যারোজ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের(এআইএফএফ) পক্ষ থেকে এমনটাই জানান হল রবিবার। আইএসএল-এ দিল্লির দল দিল্লি ডায়নামোজও খেলে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

Advertisement

আরও পড়ুন: বেঙ্গালুরু বনাম মুম্বই লড়াইয়ে চ্যালেঞ্জ আসলে সুনীলের

আরও পড়ুন: ক্রিকেটারদের ডোপ টেস্টের পক্ষে ক্রীড়ামন্ত্রী

Advertisement

২৫ ডিসেম্বর থেকে শুরু হবে ২০১৭-১৮ মরসুমের আই লিগ। আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের প্রথম ম্যাচ ২৯ নভেম্বর চেন্নাই সিটি এফসি-র বিপক্ষে। দ্বিতীয় হোম ম্যাচে অ্যারোজের প্রতিপক্ষ মিনার্ভা পঞ্জাব এফসি। প্রথম দু’টি হোম ম্যাচ গোয়ায় খেলে দিল্লিতে ফিরবে ইন্ডিয়ান অ্যারোজ। আইএসএল-এ এফসি গোয়ার হোম গ্রাউন্ড জওহরলাল নেহরু স্টেডিয়ামই(মারগাও) আই লিগে চার্চিল ব্রাদার্সেরও হোম গ্রাউন্ড। ফলে গোয়ায় ইন্ডিয়ান অ্যরোজকে খেলতে হবে ভাস্কোর তিলক ময়দানে অথবা বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে। তবে কোন মাঠে ইন্ডিয়ান অ্যারোজ খেলবে তা এখনও ঠিক করেনি এআইএফএফ। ফেডারেশনের এক আধিকারিক বলেন, “কোন মাঠে দল খেলবে তা এখনও আমরা ঠিক করিনি। কয়েক দিনের মধ্যেই দু’টি মাঠই পরিদর্শন করব আমরা। তার পরই মাঠের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement