উৎসবের মেজাজে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা। ছবি টুইটারের সৌজন্যে।
শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। শনিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ফাইনালে মাত্র পাঁচ রানে বাংলাদেশকে হারাল ভারত। পাঁচ উইকেট নিয়ে নায়ক বাঁ-হাতি স্পিনার আনকোলেকর।
শনিবার টস জিতে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় ভারত। ৩২.৪ ওভারে মাত্র ১০৬ রানে শেষ হয়ে যায় ইনিংস। অধিনায়ক ধ্রুব জুরেল (৩৩) ও লোয়ার-অর্ডার ব্যাটসম্যান করণ লাল (৩৭) ছাড়া কেউ তেমন রান করেননি। এছাড়া দুই অঙ্কের রান করেছেন শুধু শাশ্বত রাওয়াত (১৯)। বাংলাদেশের সফলতম বোলার হলেন শামিম হোসেন (আট রানে তিন উইকেট) ও মৃত্যুঞ্জয় চৌধুরি (১৮ রানে তিন উইকেট)।
৫০ ওভারে ১০৭ রানের জয়ের লক্ষ্যে বাংলাদেশ সহজেই পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ভারতীয় বোলাররা কখনোই স্বস্তিতে থাকতে দেননি বিপক্ষকে। শেষ পর্যন্ত ৩৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১৮ বছর বয়সী আনকোলেকর ২৮ রান দিয়ে নেন পাঁচ উইকেট। ১২ রানে তিন উইকেট নেন পেসার আকাশ সিংহ।
আরও পড়ুন: মোহভঙ্গ কুল-চা জুটিতে? বিশ্বকাপের আগে এটাই পরীক্ষার সেরা সময়, বলছেন প্রাক্তন নির্বাচকরা
আরও পড়ুন: টক্করে বিরাট-রোহিত, ধর্মশালায় একাধিক রেকর্ডের সামনে ভারতের সেরা দুই